এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 03 অক্টোবর 2020 19:37

কষ্টের নীল পদ্ম নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                কষ্টের নীল পদ্ম 

তুই কি জানিস?
আমার সুবিশাল হৃদয় আকাশটা 
উন্মুক্ত ছিলো তোর জন্য,
তোর ভালোবাসার ছোঁয়া পেয়ে 
প্রস্ফুটিত হয়েছিলো হৃদয়ের 
লাল রক্ত জবার অরণ্য। 
ফুলের সুবাসে প্রশান্তিতে ভরা মনটা
প্রজাপতির ডানায় ভর করে 
সারাক্ষণ উড়ে বেড়াতো ফুলে ফুলে,
পাখির সুরে আনন্দে মেতে
ফুলের সাথে তাল মিলিয়ে 
নৃত্য করতো হেলে দুলে। 

কিন্তু...
তোর হৃদয় আকাশটা 
কষ্টের নীল মেঘে ঢাকা ছিলো
তা জানা ছিলো না,
তোর নিষ্ঠুর নীল বৃষ্টিতে
ভিজে ভিজে নীলের বন্যায়
ভেসে গেছে দেহখানা।

জানিস...
আমার রক্ত জবার অরণ্যে
এখন রোজ নীল পদ্ম ফোঁটে 
কিন্তু প্রজাপতি আসে না 
পাখিরাও গান গায় না,
নীল পদ্ম এখন আমার 
খুব ভালো লাগে
সারাক্ষণ ওর সাথেই মেতে থাকি
সবই তোর নিষ্ঠুর অবদান।            
            
488 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শনিবার, 03 অক্টোবর 2020 19:50
শেয়ার করুন
মাহমুদুল হাসান সোহাগ

মাহমুদুল হাসান সোহাগ ।তিনি ৪ই মে ১৯৮৮ সালে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার চরপুখরিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।বাবা মায়ের অতি আদরের সন্তান মাহমুদুল হাসান সোহাগের গ্রামের পাঠশালাতেই শিক্ষা জীবনের হাতেখড়ি হয়।এরপর তিনি আলোকদিয়া পুখরিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং আলোকদিয়া অমরেশ বসু মহাবিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করে ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।বর্তমানে তিনি একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত আছেন। ছোট বেলা থেকেই তিনি লেখালেখি পছন্দ করতেন।যার সুবাদে তিনি এখনও কর্মজীবনের অবসরে লেখালেখি চালিয়ে যাচ্ছন।তাঁহার লেখা অনেক কবিতা ও ছড়া বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

মাহমুদুল হাসান সোহাগ এর সর্বশেষ লেখা

4 মন্তব্য