এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 10 মার্চ 2015 14:30

অতিভাষিণী

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                প্রিয়ে,   কোথা পেলে বলো,  
এতো   কথার পাহাড়সহ হাসি খলখল। 
ওযে   শীত তপসায় রত- 
       বিটপী পাতার মতো
       ঝরিতেছে অবিরত
           আবোল তাবোল।
যেন   থামা নেই, নেই থিতি একটি পলও। 
পেয়ে   সিঁধু হাতছানি, 
যেন   বিমোহিত তটিনীর কলকল ধ্বনি। 
যেন   কানের গভীরে পশে
        বুলবুলি, পিক হাসে
        ফুলেরা সরব ভাষে
              করে কানাকানি।
 আসে   ঋতুরাজ বুঝি কোন নিয়ম না মানি। 
প্রিয়ে,   থামো কথা পাশে। শোন  আমার বুকেও শত কথা নাচিতেছে।
সখি,  মাতাল সে কথা এনে
    শোন কহি তোমা কানে।
   না থাক, যদি তা শোনে
           নীরবতা আসে?
ভালো  তোমা বাচালতা মাঝে রয়েছি মিশে।।
923 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ মঙ্গলবার, 17 মার্চ 2015 12:19
শেয়ার করুন
আহমেদ দীন রুমি

খুঁজতে এসো না বৃথা, দিনশেষে পাবে নাকো থই, আর যাই হই আমি, তোমাদের ফটোকপি নই।

আহমেদ দীন রুমি এর সর্বশেষ লেখা

3 মন্তব্য