এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 05 অক্টোবর 2020 11:49

জন্ম মৃত্যুর অপেক্ষা নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                .
জন্ম মৃত্যুর অপেক্ষা 


অবাক করা এই পৃথিবীতে
চলেছি কতো রীতি নীতিতে, 
জীবনের সুখ-দুঃখের নীড়ে 
হেরেছি কতো মানুষের ভীড়ে। 

জীবন স্রোতে যাচ্ছি ভেসে
পানসি টলমল,
নদী মোহনাতে সাগর পাব
এই যা মনোবল। 

আঁধার সে যে ঘনায় রাতে
ঊষার সাথেই শেষ, 
চিরন্তন এই লুকোচুরি
ধরে নতুন বেশ। 

আসবে যা 'তা চলেও যাবে
নয় তো চিরস্থায়ী,
সুখ-দুঃখ আলো ছায়া
নিয়ম অনুযায়ী।

সাদার পরে কালো আর
রাতের পরে আলো,
এইতো জীবন বাস্তবের
মানতে পারলে ভালো।

কালের নিয়মের বিরুদ্ধে
কে-ই বা টিকে রবে,
ভবসিন্ধুর নৌকা এসে
সবাইকে নিয়ে যাবে।।            
            
560 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শুক্রবার, 09 অক্টোবর 2020 12:55
শেয়ার করুন
ফিরোজ মাহমুদ রনি

ফিরোজ মাহমুদ রনি তিনি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের স্থলবাড়ী গ্রামে এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে ১৩ মার্চ ১৯৯৭ সালে জন্মগ্রহণ করেন। পিতা মোঃ রঞ্জু শেখ, মাতা লিপি খাতুন। তেনারা দুই ভাই এক বোন তিনি পিতা-মাতার জ্যোষ্ঠ সন্তান। লেখাপড়ার গণ্ডি পেরুতে পারেননি। বাবা মায়ের খুব আদরের সন্তান যদিও ততটা আদরের পাত্র নন তবুও বলতে হয়। গান শুনতে ভালোবাসেন, কখনও কখনও বেসুর গলায় গান গেয়ে থাকেন। প্রতিনিয়ত ডায়েরি লিখার অভ্যাস আছে তবে কবিতার ছন্দে। হাঁটতে বেশি পছন্দ করেন হ্যাঁ একা একা আরো বেশি পছন্দ করেন। তিনি মিশুক প্রকৃতির মানুষ। সব রকমের মানুষের সাথে মিশতে সাচ্ছন্দ্য বোধ করেন। সর্বোপরি তিনি তাঁর নিজস্ব স্বকীয়তায় বিদ্যমান।

ফিরোজ মাহমুদ রনি এর সর্বশেষ লেখা

2 মন্তব্য