বৃহষ্পতিবার, 08 অক্টোবর 2020 18:55

স্বার্থ বুঝি নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                স্বার্থ বুঝি
    
দুঃখের চরে হাঁটতে আছি
কেউ দেখে না আমায়,
ভালো তার নিলে খবর
রাগে বুকটা ফুলায়।

যখন দেখে সুখের তরী
বাইছি আমি নাও,
সবাই তখন হাতছানি দেয়
নাওটা একটু বিড়াও।

সুখে তোমায় মন ভুলালো 
দুঃখ দিলে ছেড়ে, 
দুঃখ ছাড়া কি সুখ পাওয়া যায়
এই পৃথিবী ফেড়ে ।

স্বার্থের মিলে ক্ষনিকের সুখ
নিলে টাকায় কিনে,
টাকা যখন ফুরিয়ে গেল
অবশেষে দুঃখ‌ই নিলে মেনে।            
            
553 বার পড়া হয়েছে
শেয়ার করুন
শাহীন সিকদার

শাহীন সিকদার একজন নবীন লেখক। তিনি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গোসিংগা গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মোঃ লেহাজ উদ্দিন সিকদার ও মাতা মোছাঃ শামসুন্নাহার। লেখালেখি করা তাঁর সহজাত প্রবৃত্তি। ছোটবেলা থেকেই তাঁর বই পড়া ও লেখালেখি করা একান্ত নিজের পছন্দ।

এই বিভাগে আরো: « ধর্ষক বরণ নবীন »

4 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক LtZNEQ শুক্রবার, 14 জুলাই 2023 09:08 লিখেছেন LtZNEQ

    where to buy cialis online safely MDPI AG; 2022; 19 2064 10

  • মন্তব্যের লিঙ্ক মোঃ মানিক রানা শুক্রবার, 09 অক্টোবর 2020 02:12 লিখেছেন মোঃ মানিক রানা

    তোমার ভাস্কর্য
    মোঃ মানিক রানা

    অভিমানে অনেক গুলো বৎসর পর সেদিন হঠাৎ দেখা, প্রিয়ার চোখে-মুখে যেনো এক অশান্তির তীব্র যন্ত্রণা কেবল এক পর্যায় জড়িয়ে ধরে আহা কি কান্না!

    ভেজা ভেজা চোখে এক প্রশ্ন ছুড়ে দিয়েছিল,
    যে তুমি কেমনে থাক তোমার কি কষ্ট হয় না?

    উত্তরে বলেছিলাম, রেলস্টেশনের বগি ধরে
    ১৪ ঘন্টা বসে আছিলাম, সেদিন আমাকে একা-একা ফেলে চলে এসেছিলে, অপেক্ষার দীর্ঘ-শ্বাসে মন কাঁদেনি ফিরে আসনি তুমি?

    সেই পুরনো রেলস্টেশনের ফুচকার দোকানে
    গিয়েছি বারংবার, স্মৃতির আবরনে কত রাত
    কেটেছে তা বলা মুশকিল মাঝে-মাঝে থমকে
    গেছে নিজের নিঃশ্বাস!

    একদিন রাত গভীরে নির্জনে হাঁটতে হাঁটতে বড় ক্লান্ত আমি, সেদিন ক্রন্দনে থমকে গেছে নিজস্ব গতিপথ, এক মুঠো ভালোবাসার জন্য হাহাকার হৃদয় জুড়ে।

    আমরা পুরুষ তাই আমাদের বাল্য জীবন
    থেকেই কষ্টের বীজ ঢেলে দেওয়া হয়!
    যাতে হালকা আঘাতে চক্ষু দিয়ে জল না ঝরে,
    তাই দেয়ালের আড়ালে কষ্টের তীব্র যন্ত্রণায়
    চোখ দিয়ে গড়িয়ে অশ্রু ঝরে অথবা ঘুমের ঘরে।

    তুমি বলেছো আমি কেমন করে থাকি তোমার
    কি কষ্ট হয় না?
    হয় কষ্ট কিন্তু ত্যাগে ভোগ করেছি ভোগে নয়;
    এখনো স্মৃতিচারণে হৃদয়ের কুঞ্জবনে তোমার
    ভাস্কর্য এঁকে রেখেছি তা নিয়েই আমি সুখী।

  • মন্তব্যের লিঙ্ক ইদি আমিন বৃহষ্পতিবার, 08 অক্টোবর 2020 23:44 লিখেছেন ইদি আমিন

    দুর্দান্ত প্রকাশ কবি

  • মন্তব্যের লিঙ্ক মোঃ মানিক রানা বৃহষ্পতিবার, 08 অক্টোবর 2020 23:05 লিখেছেন মোঃ মানিক রানা

    darun..

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.