এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 08 অক্টোবর 2020 18:55

স্বার্থ বুঝি নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                স্বার্থ বুঝি
    
দুঃখের চরে হাঁটতে আছি
কেউ দেখে না আমায়,
ভালো তার নিলে খবর
রাগে বুকটা ফুলায়।

যখন দেখে সুখের তরী
বাইছি আমি নাও,
সবাই তখন হাতছানি দেয়
নাওটা একটু বিড়াও।

সুখে তোমায় মন ভুলালো 
দুঃখ দিলে ছেড়ে, 
দুঃখ ছাড়া কি সুখ পাওয়া যায়
এই পৃথিবী ফেড়ে ।

স্বার্থের মিলে ক্ষনিকের সুখ
নিলে টাকায় কিনে,
টাকা যখন ফুরিয়ে গেল
অবশেষে দুঃখ‌ই নিলে মেনে।            
            
543 বার পড়া হয়েছে
শেয়ার করুন
শাহীন সিকদার

শাহীন সিকদার একজন নবীন লেখক। তিনি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গোসিংগা গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মোঃ লেহাজ উদ্দিন সিকদার ও মাতা মোছাঃ শামসুন্নাহার। লেখালেখি করা তাঁর সহজাত প্রবৃত্তি। ছোটবেলা থেকেই তাঁর বই পড়া ও লেখালেখি করা একান্ত নিজের পছন্দ।

শাহীন সিকদার এর সর্বশেষ লেখা

4 মন্তব্য