এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 15 অক্টোবর 2020 03:16

দুই বছর আট মাস পর নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                দুই বছর আট মাস পর

মানুষ কি বেশি হয় আপনজনের কাছে 
মানুষ কি পর হয় প্রিয় স্বজনের কাছে 
কখনও কি চোখে তার মুখ ভাসে? 

তুমি কি দেখেছ স্বপ্নে... কখনও 
ক্ষয়ে যাওয়া প্রেমিকের বুক
তুমি কি ভেবেছ মনে... কোনদিন 
ইচ্ছে পোড়া হৃদয়ের দুখ? 

জানও সরিফা... আকাঙ্ক্ষায় 
স্বপ্ন বুনে অবুঝের চোখ, 
সাধনায় স্বপ্নগুলো রঙিন করে
প্রেয়সীর রাঙানো চাঁদমুখ। 

আজ সাথীর হয়ে গেলো আর্শীবাদ... 
আবু'র লালিত স্পর্শগুলো বরবাদ।

মেয়েটি ম্লান হাসি মুখে ফিরিয়ে দিলো
গচ্ছিত সব স্মৃতিময় উপহার, 
বুক চিঁড়ে গেলো; হৃদয় তৃষ্ণায় কাতর
ফ্যালফ্যাল নয়নে পুরুষ কাঁদল বারবার! 

দুই বছর আট মাস পরে 
হয়েছিল কপোত-কপোতী মুখোমুখি, 
রক্তাক্ত হৃদয় অভিমানে 
হৃদপিণ্ড ছিঁড়ে রেখে হতে চলছে সুখী! 

দেখা হলো আজ, দুই বছর আট মাস পর,
কথা দিলো, দু'জন বাঁধবে দুই মেরুতে ঘর।

পুড়ে যাওয়া প্রেম আকাশে ভাসে
অমৃত ছোঁয়াগুলো আঁধারে ভাসে 
অসহ্য বিষাদ বেদনায় হাসে। 
--------------------------------------------
উৎর্সগঃ আনোয়ার হোসনে বাবু 

০৬/১০/২০২০
সময়ঃ রাতঃ ১২.৪৮
হ্নীলা, টেকনাফ, কক্সবাজার।            
            
814 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শনিবার, 24 অক্টোবর 2020 16:19
শেয়ার করুন
ইদি আমিন

ইদি আমিন সদালাপী মিষ্টি ভাষী ও উদার মনের অধিকারী। তিনি শিশুকাল থেকে লেখালেখির সখ ছিলাে এবং তখন থেকেই লেখা চালিয়ে যান । তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামে পহেলা জুলাই ১৯৭৬ সনে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম খলিলুর রহমান, মাতার নাম মেহেরুন নেছা। তিনি ২০০০ইং সালে মাসুমা আকতারের সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলার নশরৎপুর গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এ একজন উন্নয়ন কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দুই সন্তানের জনক। বড় মেয়ের বয়স ১৭ বৎসর, নাম ইসরাত আমিন ঈশিতা এবং ছেলের বয়স ৬ বৎসর, নাম মাহির লাবিব আমিন মাজ্জিন। স্ত্রী মাসুমা আমিন ফিরােজা তিনি একজন উন্নয়ন কর্মী ও গৃহিণী। তাঁর লেখা বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

ইদি আমিন এর সর্বশেষ লেখা

2 মন্তব্য