শনিবার, 17 অক্টোবর 2020 18:45

শরতের বিদায় নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                শরতের বিদায়

অলস বিকেলে চঞ্চল চোখের অবিরাম ছুটোছুটি, 
বেরসিক জানালার ফাঁক দিয়ে 
দুর্গম গতিতে হঠাৎ বাইরে অক্ষিদ্বয়।
পরিযায়ী পাখিদের যাওয়া হলো না,
দক্ষিণের পললেঘেরা মহীসোপানে।
বিক্ষিপ্ত পালকে গাছের শাখায় বসে আছে,
শীতের আগমনের ভুল পূর্বাভাসে বিভ্রান্ত তারা,
বেচারা পাখির দল অধরা লজ্জাবনত।
প্রকৃতির সময়সূচিতে অতিকায় পাগলের থাবা,
শরতের বিদায়ের লগ্নে পুরনো বর্ষার ঘনঘটা,
সাদা মেঘগুলো ফেরতট্রেনে চড়েছে যেন।
আড়মোড়া দিয়ে কোলাব্যাঙগুলো, 
বৃষ্টির সাকল্য পরিমাপ করে যাচ্ছে, 
বারোমাসি ফলের নির্যাসে সিক্ত তেতো নাসারন্ধ্র।
হেমন্তের আশু আগমন, 
ঘৃণাদের কামুকজ্যামে আটকে গেছে পথিমধ্যে।
বাতাসেরাও অজানা আতঙ্কে উল্টোরথে দৌড়াচ্ছে। 
পরিযায়ী পাখিদের চোখে আতঙ্কের ছাপ,
মেয়ে পাখিগুলো নিয়ে ঘোর রজনী কাটাবে কোথায়!
ভাবনারাও সহসা ক্লান্তিতে।।
[]___π[]π___π[]π___[]            
            
580 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শনিবার, 24 অক্টোবর 2020 16:43
শেয়ার করুন
মাহতাব উদ্দিন

কবি মাহতাব উদ্দিন এম. এ ১৯৭৪ সালের ১৬ জানুয়ারি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন বেড়াইদেরচালা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি অত্র গ্রামের ঐতিহ্যবাহী প্রধানবাড়ীর একজন সদস্য। তাঁর পিতা-মরহুম মৌলভী নূরুল ইসলাম এবং মাতা-আলহাজ্ব আনোয়ারা বেগম। ব্যক্তিগতজীবনে লেখক ২০০০ সালে পারভীন সুলতানার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং বর্তমানে তিনি দুই কন্যা এবং একমাত্র পুত্রের গর্বিত জনক। কবির একমাত্র একক কাব্যগ্রন্থ " স্বপ্নের জানালায়"। তাঁর উল্লেখযোগ্য কয়েকটি যৌথ কাব্যগ্রন্থ হলো- স্বপ্নিল স্বপ্নতরী, কবিতার বারান্দায়, ঝরাফুলের গন্ধ, শতফুল, স্বাধীনতার পঙক্তিমালা, একুশ আমার অহংকার এবং বিজয়ের উল্লাস।

3 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.