এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 19 অক্টোবর 2020 15:22

হৃদয়ে জন্মভূমি নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                হৃদয়ে জন্মভূমি 

এই নীল আকাশ
   এই নির্মল বাতাস 
       প্রশান্তির ছোঁয়া দেয়,
এই সবুজ শ্যামল 
    মায়ায় ভরা পল্লী
       মনটা কেড়ে নেয়।
 
বলাকার নীড়ে ফেরা 
    ফড়িংয়ের ডানা মেলা 
        মন ভোলানো তৃপ্তি,
জলে ফোঁটা পদ্ম
    মিষ্টি হাসি দিয়ে 
       কেড়ে নেয় দৃষ্টি।

এই দিগন্ত জোড়া 
   সবুজ ধানের ক্ষেত 
      বাতাসে দোল খায়,
রংধনুর রঙে সাজানো 
   এই বসুন্ধরার রূপে 
       আমি নিজেকে হারাই।

নিত্য নতুন রূপে 
    যতবার দেখি তোমায় 
        দুটি নয়ন ভরে,
তৃপ্তির নেশায় ততবার 
   বেঁধে রাখি তোমায়
        হৃদয়ের স্নেহ ডোরে।            
            
482 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শনিবার, 24 অক্টোবর 2020 16:50
শেয়ার করুন
মাহমুদুল হাসান সোহাগ

মাহমুদুল হাসান সোহাগ ।তিনি ৪ই মে ১৯৮৮ সালে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার চরপুখরিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।বাবা মায়ের অতি আদরের সন্তান মাহমুদুল হাসান সোহাগের গ্রামের পাঠশালাতেই শিক্ষা জীবনের হাতেখড়ি হয়।এরপর তিনি আলোকদিয়া পুখরিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং আলোকদিয়া অমরেশ বসু মহাবিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করে ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।বর্তমানে তিনি একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত আছেন। ছোট বেলা থেকেই তিনি লেখালেখি পছন্দ করতেন।যার সুবাদে তিনি এখনও কর্মজীবনের অবসরে লেখালেখি চালিয়ে যাচ্ছন।তাঁহার লেখা অনেক কবিতা ও ছড়া বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

মাহমুদুল হাসান সোহাগ এর সর্বশেষ লেখা

2 মন্তব্য