এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 21 অক্টোবর 2020 01:01

সুখ-দুঃখ ও জীবন নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                মানুষ দুঃখের সাগরে ডুবে সুখ হাতড়ে বেড়ায়,
প্রাপ্তিতে সেই সুখও একদিন সাগরে ভাসায়,
দুয়ের বন্ধন বলয়ে যা অক্ষয়--
 তার নাম মহামারী, মহাপ্রলয়।

সুখ যদি হয় সুউচ্চ অট্টালিকা--
তবে কি সেথায় মৃদু হাওয়া বয়!
ঝিরিঝিরি ছন্দে কানাকানি হয়!
মৌসুমী মাতম লাগে,
পরম সুখের আবেশে!
কেটে যায় দিনগুলো
অবলীলায়, অনায়াসে!
সে কি ঝর্ণার মত চঞ্চল!
নাকি অপেক্ষমান মাছরাঙার আদল!
হিমালয়ের মত সুঠাম দেহে কি তার,
 হেমন্তের মৃদু হাওয়া বয়!

দুঃখ কি তবে খড়ের ঘর!
সবুজ ঘাসের পাটাতন!
সূর্যের আলোয় ক্ষত-বিক্ষত হৃদয়ে রৌদ্রস্নান!
 কচুরীপানার চেয়ে দুর্বল সে কি!
যেমন পানিতে লবণের দ্রবণ!
মরু সাইমুমের দুর্বার ঝড়ে সে কি, করে দিতে পারে; নিরুপায়, নিরাশ্রয়!

তাহলে কি আলোকিত এক প্রিজমের মত এ জীবন!
সুখ, দুঃখের মত তার বহু রূপায়ন!
অর্থময়তা, ভাব আর অনুভূতিতে,
স্বপ্নের বহুবর্ণিল বিচ্ছুরণ!
এক রঙ থেকে বহুরঙে,
ভাবনা থেকে বিশ্বাসে,
বিশ্বাস থেকে দ্বন্দ্বে,
বাস্তবতা থেকে ঘোরময়তায়--
এভাবেই চলে জীবনের রুপান্তর,পরিবর্তন।            
            
429 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শনিবার, 24 অক্টোবর 2020 17:00
শেয়ার করুন
মনোয়ারা বেগম

মনোয়ারা বেগম ফরিদপুর জেলার সদরপুর থানার ৩৩ নং ডিগ্রিরচর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম রোকনউদ্দিন খান। ও মিসেস সায়েরা বেগম। দুই ভাই দুই বোনের মাঝে তিনি সকলের বড়। উনার বাবা সেনাবাহিনীতে ই. এম. ই. কোরে চাকুরীরত থাকায় ১৯৭১ সালে যুদ্ধের সময় পাকিস্তানে ছিলেন। সেই সুবাদে তিনি পাকিস্তানে জন্মগ্রহণ করেন। বাংলাদেশ স্বাধীন করার জন্য উনার বাবাকে বিভিন্ন প্রতিকূলতাকে নিজকে মানিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তা এক অবর্ণনীয় ইতিহাস। উনার একক কোন কাব্যগ্রন্থ প্রকাশিত হয়নি তবে আরশি সাহিত্য গ্রুপে (১) আরশি যৌথকাব্য সংকলন-১ (২) আরশি লিটল ম্যাগ এবং (৩) আরশি যৌথকাব্য সংকলন-২ প্রকাশিত হয়েছে।

মনোয়ারা বেগম এর সর্বশেষ লেখা

3 মন্তব্য