এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 23 অক্টোবর 2020 04:17

প্রাণহীন বরফ শরীর নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                প্রাণহীন বরফ শরীর


হৃদয়-হীন... এক আজীব, 
হারিয়ে গেছে যে সজীব!

কবে তুমি 
মানুষ ছিলে? 
কবে তুমি 
মানুষের ছিলে? 

বুকের ভেতর কষ্ট ভরা...
বুকের গভীরে তীব্র খরা।

প্রেমহীন
স্বাদহীন 
মনহীন,
কাটে দিন। 

প্রেয়সী বিনা হঠাৎ ফুড়ুৎ 
ক্লান্তির রঙ মাখে ঊরুত।

ইচ্ছে নেই 
স্বপ্ন নাই,
যন্ত্রণা যতো
বুকে সাঁই।

খায় বাঁশ, বুঝেন সবাই ভুল..
দুঃখ কষ্টে আজীব মশগুল! 

পিঁপড়া'রও
সঙ্গী আছে....
উইপোকা'রও 
বন্ধু কাছে। 

ছন্নছাড়ার মরুর বুকে বাস...
নোনা জলে মিটায় পিয়াস।

এক দিন 
হেসে হেসে, 
যাবে চলে 
অশ্রুতে ভেসে।

সাদা কালো রঙে আর ঢঙে, 
প্রাণহীন বরফ শরীর চঙে।

--------------------------------------------------
হ্নীলা, টেকনাফ, কক্সবাজার। 
১৭/১০/২০            
            
907 বার পড়া হয়েছে
শেয়ার করুন
ইদি আমিন

ইদি আমিন সদালাপী মিষ্টি ভাষী ও উদার মনের অধিকারী। তিনি শিশুকাল থেকে লেখালেখির সখ ছিলাে এবং তখন থেকেই লেখা চালিয়ে যান । তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামে পহেলা জুলাই ১৯৭৬ সনে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম খলিলুর রহমান, মাতার নাম মেহেরুন নেছা। তিনি ২০০০ইং সালে মাসুমা আকতারের সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলার নশরৎপুর গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এ একজন উন্নয়ন কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দুই সন্তানের জনক। বড় মেয়ের বয়স ১৭ বৎসর, নাম ইসরাত আমিন ঈশিতা এবং ছেলের বয়স ৬ বৎসর, নাম মাহির লাবিব আমিন মাজ্জিন। স্ত্রী মাসুমা আমিন ফিরােজা তিনি একজন উন্নয়ন কর্মী ও গৃহিণী। তাঁর লেখা বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

ইদি আমিন এর সর্বশেষ লেখা

3 মন্তব্য