স্মৃতি বন্ধু স্বজন আত্মীয় গুণিজন পাড়া পড়শি যারা স্নেহভাজন নীলিমার লাল রঙে কভু চাইনি ক্ষমা করো সব মরণের পরে। সাত রঙে রংধনু আকাশের গায় নীল টিপ পড়ে সে আকাশে ঘুমায় বিষের বাঁশরির সুর টিপ দিয়ে যায় সুর তাল লয় নিয়ে মিশি আঁধারে। কোনোদিন কোনো অজুহাত নিয়ে মিশে যাবো দু'জন কোথা' গিয়ে দুঃখের সায়রে ভিড়ে কোন ভেলা মুধুময় স্মৃতি কাঁদে আঁধারে। []__π[]π__π[]π__[] স্বরবৃত্তঃ ১০, অন্তমিলঃ কখ-গ। শ্রীপুর, গাজীপুর।
নাজমুল কবির
নিভৃতচারি কবি যিনি তাঁর মসির আঁচড়ে সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র অঙ্কন করে পাঠক সমাজে বেশ সমাদৃত হয়েছেন। কবি নাজমুল কবির প্রকৃত পক্ষে পহেলা জানুয়ারী উনিশশত ষাট সালে নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়াইগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নিষ্ঠুর দারিদ্রতাকে জয় করে তিনি দেখিয়েছেন নিজের দৃঢ় আত্ম-প্রত্যয়ের দুঃসহ যন্ত্রনা। তিনি ছোট বেলা থেকেই লেখালেখি পছন্দ করতেন এবং কাপাসিয়া পাইলট হাই স্কুলে অধ্যয়নরত থাকাকালীন সময়েই লেখায় হাতে খড়ি। কাপাসিয়া পাইলট হাই স্কুল হতে এস. এস. সি. এবং কাপাসিয়া কলেজ থেকে এইচ. এস. সি. কৃতিত্বের সহিত পাশ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ঢাকায় চাকুরীরত থাকাকালীন অবস্থায় তাঁর লেখা কবিতা সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত সেনাবার্তায় প্রকাশিত হয় এবং ঐ সময়েই সেনাবাহিনীর গোয়েন্দা পরিদপ্তর ও আই.এস.পি. এর অনুমতিক্রমে বাংলাদেশ বেতার ও টিভির তালিকাভূক্ত গীতিকার হন। তাঁর লেখা গান রেডিও ও টিভিতে নব্বই এর দশকে প্রচারিত হয়েছে। তিনি একাধারে একজন সাহিত্যিক ও অপরদিকে গাজীপুর২৪ডমকম প্রত্রিকার সম্পাদক এবং দৈনিক অপরাধ তথ্য পত্রিকার গাজীপুর জেলার ব্যুরো প্রধান। নবীন কবিদের প্রতি অগাধ ভালোবাসা যার নিত্য দিনের সঙ্গী। প্রকাশিত গ্রন্থসমূহঃ (১) হৃদয়ের মাঝখানে দেয়াল (২) এক বিন্দুতে ভালোবাসা (৩) নির্ঝর ভালোবাসা (৪) কবিতার কারুকাজ (৫) প্রম আসেনি (৬) ভুতের বাসা (৭) মেঘ বালিকার স্বপ্ন (৮) হোমিও মতে চিকিৎসা, হোমিও চিকিৎসা বিষয়ক বই (৯) দ্রোহের অগ্নি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ বারের বইমেলায় যৌথ কাব্যগ্রন্থ আলোর বিকাশসহ ৬ টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ তাঁর নিজস্ব শৈলী মাধুর্যতার পরিচয় মেলে। এবার বইমেলায় প্রকাশিত হবে 'শূন্য জীবন পুণ্যে ভরো' একক কাব্যগ্রন্থ।
নাজমুল কবির এর সর্বশেষ লেখা
5 মন্তব্য
- মন্তব্যের লিঙ্ক শুক্রবার, 21 জুলাই 2023 06:45 লিখেছেন zQyKGNh
I know that when I refer my patients to her they will receive both outstanding medical care and VIP treatment canadian pharmacy cialis 20mg
- মন্তব্যের লিঙ্ক রবিবার, 25 অক্টোবর 2020 14:27 লিখেছেন ফিরোজ মাহমুদ রনি
বাহ্...
অসাধারণ শব্দ চাষ
বিনম্র শ্রদ্ধা দাদু ভাই।। - মন্তব্যের লিঙ্ক শনিবার, 24 অক্টোবর 2020 23:53 লিখেছেন ইদি আমিন
মনোমুগ্ধকর লিখনি,,, চমৎকার কবিতা পড়লাম দাদু
- মন্তব্যের লিঙ্ক শনিবার, 24 অক্টোবর 2020 18:02 লিখেছেন প্রকাশ চন্দ্র
চমৎকার লিখেছেন
বাহ্
মন্তব্য করুন
Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.