এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 24 অক্টোবর 2020 23:48

মমত্ববোধ আর সম্মান নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                মমত্ববোধ আর সম্মান


আহা কবি উঠে এসো বিছানা থেকে, আর-
নয় আলসেমির ঘুম মাখা অজুহাত, 
চেয়ে দেখ কি ঝকঝকে স্বপ্ন বুনা রাত।

এতোটা কেন তুমি ঘুম কাতর, চেয়ে-
দেখো আকাশ পাণে অজস্র লাখো লাখো 
তারার মেলা, কী উজ্জ্বল আলো, যাবে পথ পেয়ে!

আমি তোমার চন্দ্রমণি গো! চলো না দু'জনে দু'হাতে
চার মুঠো তারা আকাশ থেকে নিয়ে আসি,
অন্ধকার সরিয়ে আলোকিত গণতন্ত্রের বীজ বুনবো
অন্যায় অত্যাচার সব অনিয়ম মুছে, সৃষ্টি করি
মমত্ববোধ আর সম্মানের ভালোবাসা-বাসি।

কবি উঠো এখন, এক্ষণ কালরাত্রি! 
তুমি তো রাতজাগা নিশাচর ছিলে
এতো ঘুমালে চলবে, কী করে হবে আলোকিত যাত্রী?

তোমার আমার পৃথিবী হতে বিদায় নিয়েছিল যে
মমত্ববোধ আর সম্মানের ভালোবাসা-বাসি,
এসো একবার তা নূতন করে ফিরে নিয়ে আসি।

>>>>>><>><<<<><<<<< ০৬/১০/১৮
পূর্বপাড়া, গাইবান্ধা #            
            
679 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শুক্রবার, 30 অক্টোবর 2020 17:55
শেয়ার করুন
ইদি আমিন

ইদি আমিন সদালাপী মিষ্টি ভাষী ও উদার মনের অধিকারী। তিনি শিশুকাল থেকে লেখালেখির সখ ছিলাে এবং তখন থেকেই লেখা চালিয়ে যান । তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামে পহেলা জুলাই ১৯৭৬ সনে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম খলিলুর রহমান, মাতার নাম মেহেরুন নেছা। তিনি ২০০০ইং সালে মাসুমা আকতারের সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলার নশরৎপুর গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এ একজন উন্নয়ন কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দুই সন্তানের জনক। বড় মেয়ের বয়স ১৭ বৎসর, নাম ইসরাত আমিন ঈশিতা এবং ছেলের বয়স ৬ বৎসর, নাম মাহির লাবিব আমিন মাজ্জিন। স্ত্রী মাসুমা আমিন ফিরােজা তিনি একজন উন্নয়ন কর্মী ও গৃহিণী। তাঁর লেখা বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

ইদি আমিন এর সর্বশেষ লেখা

7 মন্তব্য