সোমবার, 26 অক্টোবর 2020 21:19

নেই স্বস্তির সমাধান নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                নেই স্বস্তির সমাধান 

কিশোরেরা যায় ফেঁসে করোনার কলে,
লেখাপড়া ছেড়ে দিয়ে ভেসে গেল জলে।
সারাদিন দৌড়ঝাঁপ, 
নিভৃতে করে পাপ।
মাথাভরা চুল রাখে সিংহের মতো,
সারাদিন দুরন্তে ঘোরাফেরা যতো।

জুয়া খেলে একশ্রেণি নাওয়াখাওয়া ছেড়ে,
স্মার্টফোনে বুঁদ রয় কভু হাঁটু গেড়ে।
নেই কোনো বোঝাপড়া, 
হীনকাজে গাঁটছড়া।
সহসা পতিত কেউ ঘোর অপরাধে,
বিপদ আছড়ে পড়ে বাবা-মা'র কাঁধে।

স্কুল কলেজ বন্ধ কী হয়েছে তাতে? 
বন্ধুরা দলবেঁধে সারাদিন মাতে।
টুটে গেছে বন্ধন,
সাথি হয় ক্রন্দন। 
অজানা আশঙ্কাতে পরিবার আছে,
নেই কোনো স্বস্তির সমাধান কাছে।            
            
500 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মাহতাব উদ্দিন

কবি মাহতাব উদ্দিন এম. এ ১৯৭৪ সালের ১৬ জানুয়ারি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন বেড়াইদেরচালা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি অত্র গ্রামের ঐতিহ্যবাহী প্রধানবাড়ীর একজন সদস্য। তাঁর পিতা-মরহুম মৌলভী নূরুল ইসলাম এবং মাতা-আলহাজ্ব আনোয়ারা বেগম। ব্যক্তিগতজীবনে লেখক ২০০০ সালে পারভীন সুলতানার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং বর্তমানে তিনি দুই কন্যা এবং একমাত্র পুত্রের গর্বিত জনক। কবির একমাত্র একক কাব্যগ্রন্থ " স্বপ্নের জানালায়"। তাঁর উল্লেখযোগ্য কয়েকটি যৌথ কাব্যগ্রন্থ হলো- স্বপ্নিল স্বপ্নতরী, কবিতার বারান্দায়, ঝরাফুলের গন্ধ, শতফুল, স্বাধীনতার পঙক্তিমালা, একুশ আমার অহংকার এবং বিজয়ের উল্লাস।

এই বিভাগে আরো: « একাকিত্ব শব্দ জব্দ »

3 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.