নেই স্বস্তির সমাধান কিশোরেরা যায় ফেঁসে করোনার কলে, লেখাপড়া ছেড়ে দিয়ে ভেসে গেল জলে। সারাদিন দৌড়ঝাঁপ, নিভৃতে করে পাপ। মাথাভরা চুল রাখে সিংহের মতো, সারাদিন দুরন্তে ঘোরাফেরা যতো। জুয়া খেলে একশ্রেণি নাওয়াখাওয়া ছেড়ে, স্মার্টফোনে বুঁদ রয় কভু হাঁটু গেড়ে। নেই কোনো বোঝাপড়া, হীনকাজে গাঁটছড়া। সহসা পতিত কেউ ঘোর অপরাধে, বিপদ আছড়ে পড়ে বাবা-মা'র কাঁধে। স্কুল কলেজ বন্ধ কী হয়েছে তাতে? বন্ধুরা দলবেঁধে সারাদিন মাতে। টুটে গেছে বন্ধন, সাথি হয় ক্রন্দন। অজানা আশঙ্কাতে পরিবার আছে, নেই কোনো স্বস্তির সমাধান কাছে।
মাহতাব উদ্দিন
কবি মাহতাব উদ্দিন এম. এ ১৯৭৪ সালের ১৬ জানুয়ারি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন বেড়াইদেরচালা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি অত্র গ্রামের ঐতিহ্যবাহী প্রধানবাড়ীর একজন সদস্য। তাঁর পিতা-মরহুম মৌলভী নূরুল ইসলাম এবং মাতা-আলহাজ্ব আনোয়ারা বেগম। ব্যক্তিগতজীবনে লেখক ২০০০ সালে পারভীন সুলতানার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং বর্তমানে তিনি দুই কন্যা এবং একমাত্র পুত্রের গর্বিত জনক। কবির একমাত্র একক কাব্যগ্রন্থ " স্বপ্নের জানালায়"। তাঁর উল্লেখযোগ্য কয়েকটি যৌথ কাব্যগ্রন্থ হলো- স্বপ্নিল স্বপ্নতরী, কবিতার বারান্দায়, ঝরাফুলের গন্ধ, শতফুল, স্বাধীনতার পঙক্তিমালা, একুশ আমার অহংকার এবং বিজয়ের উল্লাস।
মাহতাব উদ্দিন এর সর্বশেষ লেখা
3 মন্তব্য
- মন্তব্যের লিঙ্ক বৃহষ্পতিবার, 20 জুলাই 2023 02:29 লিখেছেন tHZySPZcd
However, we could demonstrate that the amount of released IGFBPs were unchanged or decreased in TAM treated cells cost of propecia 1; 7 patients died without breast cancer recurrence or second invasive cancer
- মন্তব্যের লিঙ্ক বুধবার, 28 অক্টোবর 2020 12:18 লিখেছেন ফিরোজ মাহমুদ রনি
বাহ...
চমৎকার কাব্য চাষ...
পরম বিনম্র শ্রদ্ধা!! - মন্তব্যের লিঙ্ক মঙ্গলবার, 27 অক্টোবর 2020 18:00 লিখেছেন নাজমুল কবির
চমৎকার একটা কবিতা পড়লাম। বেশ ভালো লেগেছে। অন্তহীন শুভেচ্ছা রইল।
মন্তব্য করুন
Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.