মিলমিশ শঙ্কিত জনতা দুর্মর বারতা জনতার ক্ষমতা কোথায় গেলো হারিয়ে- দলীয় কোন্দলে সবাই গেঁড়াকলে নেতার বেড়াজালে আছি কোথায় দাঁড়িয়ে? নৌকায় বসে ভাবি কালকে কোথা যাবি? সবাই খাবি খাবি স্তম্ভিত রাজপথে- ক্ষমতার দাপটে কি জানি কী ঘটে ভাবি আজ তা বটে চলছি যে কোনপথে? সরল কথা সবাই বলি ছেড়ে দে ভাই দলাদলি মিথ্যা ছেড়ে সত্যি বলি মিলেমিশে সবাই চলি। []__π[]π__π[]π__[]
নাজমুল কবির
নিভৃতচারি কবি যিনি তাঁর মসির আঁচড়ে সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র অঙ্কন করে পাঠক সমাজে বেশ সমাদৃত হয়েছেন। কবি নাজমুল কবির প্রকৃত পক্ষে পহেলা জানুয়ারী উনিশশত ষাট সালে নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়াইগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নিষ্ঠুর দারিদ্রতাকে জয় করে তিনি দেখিয়েছেন নিজের দৃঢ় আত্ম-প্রত্যয়ের দুঃসহ যন্ত্রনা। তিনি ছোট বেলা থেকেই লেখালেখি পছন্দ করতেন এবং কাপাসিয়া পাইলট হাই স্কুলে অধ্যয়নরত থাকাকালীন সময়েই লেখায় হাতে খড়ি। কাপাসিয়া পাইলট হাই স্কুল হতে এস. এস. সি. এবং কাপাসিয়া কলেজ থেকে এইচ. এস. সি. কৃতিত্বের সহিত পাশ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ঢাকায় চাকুরীরত থাকাকালীন অবস্থায় তাঁর লেখা কবিতা সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত সেনাবার্তায় প্রকাশিত হয় এবং ঐ সময়েই সেনাবাহিনীর গোয়েন্দা পরিদপ্তর ও আই.এস.পি. এর অনুমতিক্রমে বাংলাদেশ বেতার ও টিভির তালিকাভূক্ত গীতিকার হন। তাঁর লেখা গান রেডিও ও টিভিতে নব্বই এর দশকে প্রচারিত হয়েছে। তিনি একাধারে একজন সাহিত্যিক ও অপরদিকে গাজীপুর২৪ডমকম প্রত্রিকার সম্পাদক এবং দৈনিক অপরাধ তথ্য পত্রিকার গাজীপুর জেলার ব্যুরো প্রধান। নবীন কবিদের প্রতি অগাধ ভালোবাসা যার নিত্য দিনের সঙ্গী। প্রকাশিত গ্রন্থসমূহঃ (১) হৃদয়ের মাঝখানে দেয়াল (২) এক বিন্দুতে ভালোবাসা (৩) নির্ঝর ভালোবাসা (৪) কবিতার কারুকাজ (৫) প্রম আসেনি (৬) ভুতের বাসা (৭) মেঘ বালিকার স্বপ্ন (৮) হোমিও মতে চিকিৎসা, হোমিও চিকিৎসা বিষয়ক বই (৯) দ্রোহের অগ্নি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ বারের বইমেলায় যৌথ কাব্যগ্রন্থ আলোর বিকাশসহ ৬ টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ তাঁর নিজস্ব শৈলী মাধুর্যতার পরিচয় মেলে। এবার বইমেলায় প্রকাশিত হবে 'শূন্য জীবন পুণ্যে ভরো' একক কাব্যগ্রন্থ।
নাজমুল কবির এর সর্বশেষ লেখা
5 মন্তব্য
- মন্তব্যের লিঙ্ক রবিবার, 02 জুলাই 2023 13:10 লিখেছেন HSIZhbDuG
proscar no script A temporary suspension placed on Jones Nevada fight license was subsequently extended by a unanimous vote, while a formal hearing is expected for September or October
- মন্তব্যের লিঙ্ক সোমবার, 05 জুন 2023 17:34 লিখেছেন emaiggide
com nettownhall buy real cialis online Men who develop hypogonadism after puberty can present with diminished facial and body hair, fine wrinkles, gynecomastia, soft testes, progressive decrease in muscle mass, increase in visceral fat, decreased libido, erectile dysfunction, oligo azospermia, hot flashes less common, and decreased bone mass Isidori et al
- মন্তব্যের লিঙ্ক বুধবার, 28 অক্টোবর 2020 23:29 লিখেছেন প্রকাশ চন্দ্র
মন্তব্য করার জন্য রইল অফুরন্ত ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা।
- মন্তব্যের লিঙ্ক বুধবার, 28 অক্টোবর 2020 20:01 লিখেছেন মাহমুদুল হাসান সোহাগ
অপূর্ব কথামালা। চমৎকার প্রকাশ দাদুভাই
- মন্তব্যের লিঙ্ক বুধবার, 28 অক্টোবর 2020 12:16 লিখেছেন ফিরোজ মাহমুদ রনি
চমৎকার বহিঃপ্রকাশ করেছন।
এক হাতে চক নিয়েছন,
অন্য হাতে ডাস্টার,
বিশ্ব জুরে পাঠশালা মোর
লেখকের আপনি মাস্টার।
মন্তব্য করুন
Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.