এই পৃষ্ঠা প্রিন্ট করুন
রবিবার, 01 নভেম্বর 2020 00:55

তুমি তোমাকে নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                তুমি তোমাকে আবিষ্কার করতে পারলে না
তথ্য পাঠিয়ে দিলে মঙ্গল গ্রহে,
তুমি বিভোর হলে সুখের অন্বেষণে
এক পৃথিবী সম্ভাবনা তোমার।
জড়িয়ে গেলে অসময়ের মায়াজালে,
একেলা পথিক তুমি ঘুটঘুটে আঁধারে।
এক চিলতে আলোকছটা তোমার চাই ই চাই।
সেই হলো তোমার অভিশাপ। 

নতুন এক পৃথিবীতে তুমি নব আগন্তক;
চলতে চলতে পেরিয়ে এলে গুটি কয়েক পথের বাঁক।
কি'যে হলো তোমার,শুরু করলে হেয়ালি;
কৃতকর্ম করে দিলো তোমায় কিংকর্তব্যবিমূঢ়!
তোমার একটা অসচেতন সিদ্ধান্ত,
রচনা করলো সে..ই আত্মচিৎকার।
আকাশ বিদীর্ণ হয়ে মর্তে ভাসে,
তারই অনুরণনে শুরু হয় তোমার ক্ষয়ে যাওয়া।
প্রায়শ্চিত্ত করার মানসে অপেক্ষার প্রহর গুনা।
তুমি তো জানো; কিছু ভুলের মাশুল যায় না দেয়া।
সৃজন করলে তুমি কালজয়ী এক ইতিহাস,
নতুন প্রজন্ম তোমার পথ চেয়ে বসে আছে।
শোনাবে কি তাকে তোমার অলিখিত---
অপরিপক্ব, অসমাপ্ত জীবনের পরিহাস।            
            
466 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শুক্রবার, 06 নভেম্বর 2020 16:17
শেয়ার করুন
মনোয়ারা বেগম

মনোয়ারা বেগম ফরিদপুর জেলার সদরপুর থানার ৩৩ নং ডিগ্রিরচর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম রোকনউদ্দিন খান। ও মিসেস সায়েরা বেগম। দুই ভাই দুই বোনের মাঝে তিনি সকলের বড়। উনার বাবা সেনাবাহিনীতে ই. এম. ই. কোরে চাকুরীরত থাকায় ১৯৭১ সালে যুদ্ধের সময় পাকিস্তানে ছিলেন। সেই সুবাদে তিনি পাকিস্তানে জন্মগ্রহণ করেন। বাংলাদেশ স্বাধীন করার জন্য উনার বাবাকে বিভিন্ন প্রতিকূলতাকে নিজকে মানিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তা এক অবর্ণনীয় ইতিহাস। উনার একক কোন কাব্যগ্রন্থ প্রকাশিত হয়নি তবে আরশি সাহিত্য গ্রুপে (১) আরশি যৌথকাব্য সংকলন-১ (২) আরশি লিটল ম্যাগ এবং (৩) আরশি যৌথকাব্য সংকলন-২ প্রকাশিত হয়েছে।

মনোয়ারা বেগম এর সর্বশেষ লেখা

2 মন্তব্য