এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 03 নভেম্বর 2020 13:30

সত্য লিখো কবি নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                সত্য লিখো কবি


কবি লেখে কবি দেখে করে কষ্ট জয়, 
আছে আরো পুষ্প মরু পাখি কথা কয়।
নদী বিধু রবি তরু আরো কতো ভাই। 
অলি শৈল মেঘ তনু কবি দেয় ঠাঁই। 

আমি কবি হয়ে সত্যর গান গেয়ে যাবো, 
মিথ্যাকে মিথ্যার আগুনে পুড়িয়ে দেবো। 
ভয়হীন কলম যোদ্ধার সঙ্গী আমি হবো, 
সত্যকে জয়ী করে গায়ে জড়িয়ে নেবো। 

ছন্দ আর সত্য হলো লেখনীর পথ, 
দু'য়ে মিলে কথা কয় আছে কতো যত। 
আকাশ পাতাল ভেদি জীবনের রথ, 
দেখে চলে দীপ্ত চোখে স্বপ্ন শত শত। 

নীতি হীন ভুল পথে কত লোক চলে, 
নিরেপক্ষ লেখা পড়ে সত্য কথা বলে। 
কাব্য হলো মনো বাগে সুখে ফোঁটা ফুল,
সত্য ছাড়া মিথ্যা লেখা মস্ত বড় ভুল। 

এসো কবি বিশ্ব গড়ি ভেঙে রুগ্ন মন,
শুষ্ক সুস্থ পাঠে লিপ্ত বক্ষে হস্ত পণ। 
তোমার কলম হোক অমানিশা বাতি,
তুমি হবে অতি প্রিয় সকলের সাথী।            
            
506 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শুক্রবার, 06 নভেম্বর 2020 16:27
শেয়ার করুন
ফিরোজ মাহমুদ রনি

ফিরোজ মাহমুদ রনি তিনি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের স্থলবাড়ী গ্রামে এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে ১৩ মার্চ ১৯৯৭ সালে জন্মগ্রহণ করেন। পিতা মোঃ রঞ্জু শেখ, মাতা লিপি খাতুন। তেনারা দুই ভাই এক বোন তিনি পিতা-মাতার জ্যোষ্ঠ সন্তান। লেখাপড়ার গণ্ডি পেরুতে পারেননি। বাবা মায়ের খুব আদরের সন্তান যদিও ততটা আদরের পাত্র নন তবুও বলতে হয়। গান শুনতে ভালোবাসেন, কখনও কখনও বেসুর গলায় গান গেয়ে থাকেন। প্রতিনিয়ত ডায়েরি লিখার অভ্যাস আছে তবে কবিতার ছন্দে। হাঁটতে বেশি পছন্দ করেন হ্যাঁ একা একা আরো বেশি পছন্দ করেন। তিনি মিশুক প্রকৃতির মানুষ। সব রকমের মানুষের সাথে মিশতে সাচ্ছন্দ্য বোধ করেন। সর্বোপরি তিনি তাঁর নিজস্ব স্বকীয়তায় বিদ্যমান।

ফিরোজ মাহমুদ রনি এর সর্বশেষ লেখা

3 মন্তব্য