বুধবার, 04 নভেম্বর 2020 17:44

তোর মায়া কেটে নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                তোর মায়া কেটে 

তোর মায়া কেটে এসেছিলাম সাগর পাড়ে, 
জানি তুইই খুঁজিয়া দেখিস নাই আমারে। 

    বুকের মাঝে কতো আহাজারি 
    বহুদিনের তৃষ্ণা আর অনাহারী, 
    আমি সব ভুলে থাকতে পারি 
    মা, বোন, প্রেয়সী, দেবী, নারী। 

    তুই পাকনা আমি যে আনাড়ি 
    তাই বলে কি হার হবে আমারি ,
     তুই হইলি উতলা উড়ন্ত নারী 
     অবুঝের হৃদয়টা দিলি ফাঁড়ি। 

তোর খেয়ালি ভালোবাসা ছেড়ে এসেছি দূরে, 
তোর মায়া কেটে আমি হইলাম এক ভবঘুরে। 

০২/১১/১৯
উখিয়া, কক্সবাজার।            
            
891 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বুধবার, 04 নভেম্বর 2020 20:40
শেয়ার করুন
ইদি আমিন

ইদি আমিন সদালাপী মিষ্টি ভাষী ও উদার মনের অধিকারী। তিনি শিশুকাল থেকে লেখালেখির সখ ছিলাে এবং তখন থেকেই লেখা চালিয়ে যান । তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামে পহেলা জুলাই ১৯৭৬ সনে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম খলিলুর রহমান, মাতার নাম মেহেরুন নেছা। তিনি ২০০০ইং সালে মাসুমা আকতারের সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলার নশরৎপুর গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এ একজন উন্নয়ন কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দুই সন্তানের জনক। বড় মেয়ের বয়স ১৭ বৎসর, নাম ইসরাত আমিন ঈশিতা এবং ছেলের বয়স ৬ বৎসর, নাম মাহির লাবিব আমিন মাজ্জিন। স্ত্রী মাসুমা আমিন ফিরােজা তিনি একজন উন্নয়ন কর্মী ও গৃহিণী। তাঁর লেখা বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

3 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক hailSPZQt রবিবার, 16 জুলাই 2023 14:36 লিখেছেন hailSPZQt

    Progressive motility is defined as progressive movement usually in a linear direction straight progression or in a large circle, regardless of speed of progression WHO, 2010 buy cialis online reviews It all comes together, in respect to medicine s approach to cancer, when we consider that the original cure was surgery

  • মন্তব্যের লিঙ্ক ইদি আমিন সোমবার, 16 নভেম্বর 2020 20:55 লিখেছেন ইদি আমিন

    আন্তরিক ধন্যবাদ কবি দাদু নাজমুল কবির,, অনেক অনেক শুভ কামনা রইলো

  • মন্তব্যের লিঙ্ক  নাজমুল কবির বুধবার, 04 নভেম্বর 2020 20:41 লিখেছেন নাজমুল কবির

    চমৎকার একটা কবিতা পড়লাম। বেশ মনোমুগ্ধকর লিখনি। দাদা ভাই আমি আর আপনি ছাড়া কেউ মন্তব্য করে না।

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.