বুধবার, 04 নভেম্বর 2020 20:25

কল্পনা বিলাসী নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                কল্পনা বিলাসী

স্বপ্নের সৈকতে যতই 
ঢলাঢলি করি না কেন 
তুমি আর আমি...

বাস্তবের পথ তো ততটা 
মসৃণ নয়...
প্রকৃত'ই বাস্তবের চলার  পথ, 
বড়ই কণ্টকময়। 

কবিতা তুমি...
অতটা কল্পনাবিলাসী কেন!
অলীক স্বপ্নে কেন বিভোর 
থাকো সকল সময়? 

কবিকে হাসাও, কবিকে নাচাও,
স্বর্গরাজ্য দেখাও তোমার 
অলৌকিক মহিমায়। 

ভালোও তুমি, কালোও তুমি,
আলেয়ার আলোও তুমি ।

কবি আমি- 
অন্ধপ্রেমিক তোমার...
আপন সত্ত্বা হারিয়েছি যেনো
তোমার মোহমায়ায়। 

[]__π[]π__π[]π__[]
শয়নশয্যা-০৪-১১-২০১৭ ইং।            
            
521 বার পড়া হয়েছে
শেয়ার করুন
প্রকাশ চন্দ্র

প্রকাশ চন্দ্র জন্ম ১৯৬২ ইং ৪ঠা ডিসেম্বর । নিজস্ব চেম্বার "হোমিও প্রাকটিস সেণ্টার" (প্রধান চিকিৎসক) পিতা মৃত যোগেন্দ্র নাথ রায় । মাতা মৃত শৈলেশ্বরী দেবী রায় । তিন ভাই ও দুই বোনের মধ্যে সর্ব কনিষ্ঠ। ১৯৮২ সালে রংপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে ডি.এইচ.এম.এস. ডিগ্রী অর্জন করেন । এক ছেলে, প্রেমপ্রদত্ত রায় এবং এক মেয়ে প্রীতিপ্রভা রায়। স্ত্রী চামেলী রাণী রায়, কিণ্ডারগার্ডেন স্কুলের টিচার ।

1 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.