বৃহষ্পতিবার, 05 নভেম্বর 2020 00:49

কাব্যিক কথা নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(4 টি ভোট)
                কাব্যিক কথা 

নিয়ে ছন্দ 
এতো দ্বন্দ্ব
করো কেন ভাই,
তুমি বড়ো 
তর্ক করো
শুনি আমি তাই।

তুমি কবি
ছন্দ ছবি
এটা আমি মানি,
গুণী বলে
জ্ঞানী হলে
তবে কেন হানি। 

বুঝে শুনে
কবি গুনে
লিখে যায় কথা, 
লেখা পড়ে
মাথা নড়ে
দূর হয় ব্যথা।

ভাষা নিয়ে
ছন্দ দিয়ে
তুমি আমি লেখি,
দলি নাতো
বলি নাতো
আসল না মেকি।

ছন্দ লয়ে
অন্ধ হয়ে
তর্ক ভালো নয়,
ঢের জানে
মাত্রা আনে
হবে তার জয়।

জানে যত
মানে তত
শিক্ষা নাহি শেষ,
শিখে গেলে 
জ্ঞানে মেলে
লোকে বলে বেশ।            
            
1808 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শুক্রবার, 06 নভেম্বর 2020 16:31
শেয়ার করুন
ফিরোজ মাহমুদ রনি

ফিরোজ মাহমুদ রনি তিনি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের স্থলবাড়ী গ্রামে এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে ১৩ মার্চ ১৯৯৭ সালে জন্মগ্রহণ করেন। পিতা মোঃ রঞ্জু শেখ, মাতা লিপি খাতুন। তেনারা দুই ভাই এক বোন তিনি পিতা-মাতার জ্যোষ্ঠ সন্তান। লেখাপড়ার গণ্ডি পেরুতে পারেননি। বাবা মায়ের খুব আদরের সন্তান যদিও ততটা আদরের পাত্র নন তবুও বলতে হয়। গান শুনতে ভালোবাসেন, কখনও কখনও বেসুর গলায় গান গেয়ে থাকেন। প্রতিনিয়ত ডায়েরি লিখার অভ্যাস আছে তবে কবিতার ছন্দে। হাঁটতে বেশি পছন্দ করেন হ্যাঁ একা একা আরো বেশি পছন্দ করেন। তিনি মিশুক প্রকৃতির মানুষ। সব রকমের মানুষের সাথে মিশতে সাচ্ছন্দ্য বোধ করেন। সর্বোপরি তিনি তাঁর নিজস্ব স্বকীয়তায় বিদ্যমান।

2 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক bFpYWSG মঙ্গলবার, 04 জুলাই 2023 00:18 লিখেছেন bFpYWSG

    There are two nested case control studies that evaluated the risk of non fatal idiopathic VTE the PharMetrics study Jick 2011 and the GPRD study Parkin 2011 levitra purchase The introduction meeting had to be suspended, because Luo Jia put a thunderbolt out, and the rear of the national team was completely messed up

  • মন্তব্যের লিঙ্ক Liamtesse মঙ্গলবার, 06 জুন 2023 19:55 লিখেছেন Liamtesse

    brand cialis online 1 5 Accordingly, the use of statins in the Netherlands increased four fold in the period from 1995 to 1999

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.