এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 11 মার্চ 2015 17:32

ছাই ফু- ২৫

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                (প্রসঙ্গঃ নরের ভূবনে বিশ্বনারী দিবস)
 
কাল ছিল কর্মজীবী নারীর বিশ্ব বিজয়ী দিবস।
তাই কর্মের বর্মে সুসজ্জিতা, শৃংখল ছেঁড়া বেশে
জেগেছিলেন তাঁরা একসাথে একত্রে দেশে বিদেশে
সে স্রোতে নরেরাও ভেসে এসে সাধু- সুধী বেশে
নারীরে পড়ায়েছে বিজয় মুকুট করেছে মাল্য দান
ক্যানভাস কনসাট তুলির আঁচ গল্প কবিতা গান
সর্বত্রই ছিল বিজয়িনী নারীর জয় জয়ো শ্লোগান।
 
আহ! বড় আফসুস একটি দিন না হতেই অবসান
ভোরের কুয়াশায় রবীর আলো না পেতেই প্রকাশ
শুনি ঘরছাড়া হয়েছে নারী, তিন কথায় কৃতদাস
শাড়ীহারা করে তাঁরে বিদায় করেছে ক্রুর সমাজ
গলাটিপা মুখচাঁপা রশিঝোলা নারী প্রেয়সীর লাশ
তাহলে কি নরের কালকের সবই ফাঁঁকি? বোগাস?
839 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বুধবার, 11 মার্চ 2015 18:42
শেয়ার করুন
মুজিবুর রহমান মুনীর

নিজের কাছে নিজেরে অচেনা যে।

মুজিবুর রহমান মুনীর এর সর্বশেষ লেখা

4 মন্তব্য