এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 11 নভেম্বর 2020 09:50

শপথ নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(3 টি ভোট)
                শপথ 

তুমি আর আমি দু'জনে বাধবো ঘর,
এক সাথে রব কখনো হবো না পর।
সব কিছু মোরা সমান ভাগেই নেব, 
গোপন না করে সব কিছু বলে দেবো। 

ভুলে যেও নাকো গেঁথে শপথের মালা,
ভালোবাসা সে-তো নয় কোনো ছেলে খেলা। 
যে শপথ তুমি নিয়েছিলে মোর কাছে,
তার দাম জেনো অবিকল একই আছে। 

ভালোবাসার এই দৃঢ় বন্ধন খানি
রাখবো অটুট পবিত্রতম মানি,
চলবো দু'জনে অকূল সাগরে ভেসে,
যা ঘটে ঘটুক মেনেনেবো সব হেসে।

দোঁহে মিলে জানি থাকবো সুখের নীড়ে। 
মিশবো না কভু বিষণ্ণতার ভীড়ে। 
হর্ষে বিষাদে  কঠিন বাঁধন মাঝে, 
কেটে যাব পল বিহান-দুপুর-সাঁঝে।

তুমি কিছু দেবে আমিও যে কিছু দেবো,
সুখ দুখ মোরা ভাগাভাগি করে নেবো।
মরলে দু'জনে মরে যাবো এক সাথে,
মরার সময় রাখবো যে হাত হাতে ।

©   ফিরোজ মাহমুদ রনি            
            
522 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শনিবার, 14 নভেম্বর 2020 23:23
শেয়ার করুন
ফিরোজ মাহমুদ রনি

ফিরোজ মাহমুদ রনি তিনি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের স্থলবাড়ী গ্রামে এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে ১৩ মার্চ ১৯৯৭ সালে জন্মগ্রহণ করেন। পিতা মোঃ রঞ্জু শেখ, মাতা লিপি খাতুন। তেনারা দুই ভাই এক বোন তিনি পিতা-মাতার জ্যোষ্ঠ সন্তান। লেখাপড়ার গণ্ডি পেরুতে পারেননি। বাবা মায়ের খুব আদরের সন্তান যদিও ততটা আদরের পাত্র নন তবুও বলতে হয়। গান শুনতে ভালোবাসেন, কখনও কখনও বেসুর গলায় গান গেয়ে থাকেন। প্রতিনিয়ত ডায়েরি লিখার অভ্যাস আছে তবে কবিতার ছন্দে। হাঁটতে বেশি পছন্দ করেন হ্যাঁ একা একা আরো বেশি পছন্দ করেন। তিনি মিশুক প্রকৃতির মানুষ। সব রকমের মানুষের সাথে মিশতে সাচ্ছন্দ্য বোধ করেন। সর্বোপরি তিনি তাঁর নিজস্ব স্বকীয়তায় বিদ্যমান।

ফিরোজ মাহমুদ রনি এর সর্বশেষ লেখা

2 মন্তব্য