হেমন্ত ছবি আঁকা সবুজের বুকে, এত শোভা আছে বলো কোন মুল্লুকে? সাদাসাদা কাশবন, লাগে বেশ ভরে মন। পালতোলা নৌকায় মাঝি গান গায়, সারাবেলা মাছ ধরে হাটে নিয়ে যায়। ঝিরঝির বয়ে চলে মুক্ত বাতাস, নীলরঙা শাড়ি পরে কখনো আকাশ। ক্ষণেক্ষণে মেঘ বয়, তারাদের সাথি হয়। জোছনার রাতে চাঁদ ঝিকমিক করে, পুষ্প-কাননে প্রাতে শেফালিরা ঝরে।
মাহতাব উদ্দিন
কবি মাহতাব উদ্দিন এম. এ ১৯৭৪ সালের ১৬ জানুয়ারি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন বেড়াইদেরচালা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি অত্র গ্রামের ঐতিহ্যবাহী প্রধানবাড়ীর একজন সদস্য। তাঁর পিতা-মরহুম মৌলভী নূরুল ইসলাম এবং মাতা-আলহাজ্ব আনোয়ারা বেগম। ব্যক্তিগতজীবনে লেখক ২০০০ সালে পারভীন সুলতানার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং বর্তমানে তিনি দুই কন্যা এবং একমাত্র পুত্রের গর্বিত জনক। কবির একমাত্র একক কাব্যগ্রন্থ " স্বপ্নের জানালায়"। তাঁর উল্লেখযোগ্য কয়েকটি যৌথ কাব্যগ্রন্থ হলো- স্বপ্নিল স্বপ্নতরী, কবিতার বারান্দায়, ঝরাফুলের গন্ধ, শতফুল, স্বাধীনতার পঙক্তিমালা, একুশ আমার অহংকার এবং বিজয়ের উল্লাস।
মাহতাব উদ্দিন এর সর্বশেষ লেখা
2 মন্তব্য
- মন্তব্যের লিঙ্ক রবিবার, 06 আগষ্ট 2023 20:00 লিখেছেন yOkFQstJT
Further studies are also needed, they said, to design protocols to train and support medical and dental providers in preventing the condition what age do u have to be to take viagra
- মন্তব্যের লিঙ্ক শনিবার, 14 নভেম্বর 2020 00:18 লিখেছেন ইদি আমিন
মন ছুঁয়ে যাওয়া কবিতা
মন্তব্য করুন
Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.