এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 12 নভেম্বর 2020 16:18

স্বপ্ন নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                স্বপ্ন 

এই শহরের ব্যস্ততার ভিড়ে,
হাজারো স্বপ্ন রয়েছে ঘিরে। 

কারো স্বপ্ন আঁকাশ ছোঁয়া 
কেউ চাই দামি গাড়ি,
কিছু স্বপ্নে উড়ছে ধোঁয়া 
কারো স্বপ্ন সুন্দর বাড়ি।

কিছু স্বপ্ন ডুবছে নেশায়
বৌ বা প্রেমিকার জন্য,
কারো স্বপ্ন ছোট্ট পেশায়
চাই সে দু'বেলা অন্ন। 

কারো স্বপ্ন অন্যের পকেটে 
দিনে দিনে হচ্ছে বড়,
সময় হলে নেবে কেটে
ফাইল পেপার করে জড়।

কারো স্বপ্ন চোখের জলে
ভাসছে দেখি নিত্যদিন,
কিছু স্বপ্ন দুঃখের অনলে
মিছে বাজায় সুখের বীণ।

হাজার রঙের হাজার স্বপ্ন
নিত্য আমি দেখে যাই,
এতো স্বপ্নের মাঝেও কেন
সুখ খুঁজে নাহি পাই। 

স্বপ্ন দেখা ভালো তবে
অলীক স্বপ্ন ভালো নয়,
দুই দিনের এই ভবে
কয়টা স্বপ্ন পূরণ হয়?            
            
424 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 23 নভেম্বর 2020 21:10
শেয়ার করুন
মাহমুদুল হাসান সোহাগ

মাহমুদুল হাসান সোহাগ ।তিনি ৪ই মে ১৯৮৮ সালে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার চরপুখরিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।বাবা মায়ের অতি আদরের সন্তান মাহমুদুল হাসান সোহাগের গ্রামের পাঠশালাতেই শিক্ষা জীবনের হাতেখড়ি হয়।এরপর তিনি আলোকদিয়া পুখরিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং আলোকদিয়া অমরেশ বসু মহাবিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করে ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।বর্তমানে তিনি একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত আছেন। ছোট বেলা থেকেই তিনি লেখালেখি পছন্দ করতেন।যার সুবাদে তিনি এখনও কর্মজীবনের অবসরে লেখালেখি চালিয়ে যাচ্ছন।তাঁহার লেখা অনেক কবিতা ও ছড়া বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

মাহমুদুল হাসান সোহাগ এর সর্বশেষ লেখা

1 মন্তব্য