এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 19 নভেম্বর 2020 01:00

অভাবী ভক্ত নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                অভাবী ভক্ত 

অনিদ্রা অনাহারে দুখী ভক্তের রাত্রি হলো ভোর,
দেবী কি রাখেন সেই অভাবী দুখীর কোন খবর?

আজকাল দুখীর পূজো নেয় না চরণে ত্ দেবী! 
তৃষ্ণায় কাতর ভক্ত অসহায় আর বড্ড অভাবী।

কতোটা কাল পায়নি, দেবীর প্রসাদ তত্ত্ব, ভক্ত! 
আশীর্বাদ বিনা, ক্ষুধায়... নিদ্রা কাম লোভ শক্ত!

অসহায় অভাবী দুচোখে বিশাল কাঁটাবনের গর্ত,
আশীর্বাদ বিনা অনাদরে ভক্তের দোদুল্যমান মর্ত!

টিয়াসে পিয়াসে তৃষ্ণায় অভাবী মরে যায় যাক...
দেবীর চরণে দেবীপ্রাসাদে ধনীদের পূজো পাক! 

ধনীর দামী ফুল.... ধনীরা তো কামদেবীর ভক্ত, 
ধনীরা চুসে নেয় সর্বকালে দুখী অভাবীদের রক্ত। 

|=====|=====|======|
উখিয়া, কক্সবাজার। 
১৮-১১-২০২০            
            
981 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 23 নভেম্বর 2020 21:44
শেয়ার করুন
ইদি আমিন

ইদি আমিন সদালাপী মিষ্টি ভাষী ও উদার মনের অধিকারী। তিনি শিশুকাল থেকে লেখালেখির সখ ছিলাে এবং তখন থেকেই লেখা চালিয়ে যান । তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামে পহেলা জুলাই ১৯৭৬ সনে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম খলিলুর রহমান, মাতার নাম মেহেরুন নেছা। তিনি ২০০০ইং সালে মাসুমা আকতারের সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলার নশরৎপুর গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এ একজন উন্নয়ন কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দুই সন্তানের জনক। বড় মেয়ের বয়স ১৭ বৎসর, নাম ইসরাত আমিন ঈশিতা এবং ছেলের বয়স ৬ বৎসর, নাম মাহির লাবিব আমিন মাজ্জিন। স্ত্রী মাসুমা আমিন ফিরােজা তিনি একজন উন্নয়ন কর্মী ও গৃহিণী। তাঁর লেখা বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

ইদি আমিন এর সর্বশেষ লেখা

3 মন্তব্য