শুক্রবার, 20 নভেম্বর 2020 22:17

অভাব সময় নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                অভাব সময় 

অভাব নিয়ে ভাবতে গিয়ে 
      সব কিছুতে অভাব, 
সময় পেলে সবই মেলে 
      পড়ে সেথায় প্রভাব।

অভাব ভাতে স্বভাব জাতে
      সবই যখন আসে, 
চিমটি মেরে আসবে তেড়ে 
      চোখের জলে ভাসে।

যতই লেখি অভাব দেখি 
      সময় হলে যাবে, 
সময় নিয়ে ভাবতে গিয়ে 
      সময় কোথা পাবে? 

সকল অভাব পড়ে প্রভাব
      সময় মতো ডুবলে, 
সময় পাই না কোথাও যাই না
      সময় খাচ্ছে খুবলে। 

জীবন নিয়ে সময় দিয়ে 
      ভেবে পাইনি কিছু, 
অলস সময় ভেবে কি হয়?
      তবুও ছুটি পিছু।
__________________            
            
490 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 23 নভেম্বর 2020 21:55
শেয়ার করুন
 নাজমুল কবির

নিভৃতচারি কবি যিনি তাঁর মসির আঁচড়ে সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র অঙ্কন করে পাঠক সমাজে বেশ সমাদৃত হয়েছেন। কবি নাজমুল কবির প্রকৃত পক্ষে পহেলা জানুয়ারী উনিশশত ষাট সালে নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়াইগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নিষ্ঠুর দারিদ্রতাকে জয় করে তিনি দেখিয়েছেন নিজের দৃঢ় আত্ম-প্রত্যয়ের দুঃসহ যন্ত্রনা। তিনি ছোট বেলা থেকেই লেখালেখি পছন্দ করতেন এবং কাপাসিয়া পাইলট হাই স্কুলে অধ্যয়নরত থাকাকালীন সময়েই লেখায় হাতে খড়ি। কাপাসিয়া পাইলট হাই স্কুল হতে এস. এস. সি. এবং কাপাসিয়া কলেজ থেকে এইচ. এস. সি. কৃতিত্বের সহিত পাশ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ঢাকায় চাকুরীরত থাকাকালীন অবস্থায় তাঁর লেখা কবিতা সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত সেনাবার্তায় প্রকাশিত হয় এবং ঐ সময়েই সেনাবাহিনীর গোয়েন্দা পরিদপ্তর ও আই.এস.পি. এর অনুমতিক্রমে বাংলাদেশ বেতার ও টিভির তালিকাভূক্ত গীতিকার হন। তাঁর লেখা গান রেডিও ও টিভিতে নব্বই এর দশকে প্রচারিত হয়েছে। তিনি একাধারে একজন সাহিত্যিক ও অপরদিকে গাজীপুর২৪ডমকম প্রত্রিকার সম্পাদক এবং দৈনিক অপরাধ তথ্য পত্রিকার গাজীপুর জেলার ব্যুরো প্রধান। নবীন কবিদের প্রতি অগাধ ভালোবাসা যার নিত্য দিনের সঙ্গী। প্রকাশিত গ্রন্থসমূহঃ (১) হৃদয়ের মাঝখানে দেয়াল (২) এক বিন্দুতে ভালোবাসা (৩) নির্ঝর ভালোবাসা (৪) কবিতার কারুকাজ (৫) প্রম আসেনি (৬) ভুতের বাসা (৭) মেঘ বালিকার স্বপ্ন (৮) হোমিও মতে চিকিৎসা, হোমিও চিকিৎসা বিষয়ক বই (৯) দ্রোহের অগ্নি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ বারের বইমেলায় যৌথ কাব্যগ্রন্থ আলোর বিকাশসহ ৬ টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ তাঁর নিজস্ব শৈলী মাধুর্যতার পরিচয় মেলে। এবার বইমেলায় প্রকাশিত হবে 'শূন্য জীবন পুণ্যে ভরো' একক কাব্যগ্রন্থ।

9 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক NzCKeXO রবিবার, 09 জুলাই 2023 16:21 লিখেছেন NzCKeXO

    In this context, they may even be regarded as independent embolic sources levitra agadir The compound is also used to treat hypokalemia, a condition derived from potassium deficiency

  • মন্তব্যের লিঙ্ক  নাজমুল কবির শনিবার, 21 নভেম্বর 2020 15:38 লিখেছেন নাজমুল কবির

    দাদা ভাই ফুল দিয়ে শুভেচ্ছা জানাই।
    শরীর মন ভালো নেই। সকলের কাছে দোয়া চাই।

  • মন্তব্যের লিঙ্ক  নাজমুল কবির শনিবার, 21 নভেম্বর 2020 15:38 লিখেছেন নাজমুল কবির

    দাদা ভাই ফুল দিয়ে শুভেচ্ছা জানাই।
    শরীর মন ভালো নেই। সকলের কাছে দোয়া চাই।

  • মন্তব্যের লিঙ্ক  নাজমুল কবির শনিবার, 21 নভেম্বর 2020 15:38 লিখেছেন নাজমুল কবির

    দাদা ভাই ফুল দিয়ে শুভেচ্ছা জানাই।
    শরীর মন ভালো নেই। সকলের কাছে দোয়া চাই।

  • মন্তব্যের লিঙ্ক  নাজমুল কবির শনিবার, 21 নভেম্বর 2020 15:38 লিখেছেন নাজমুল কবির

    দাদা ভাই ফুল দিয়ে শুভেচ্ছা জানাই।
    শরীর মন ভালো নেই। সকলের কাছে দোয়া চাই।

  • মন্তব্যের লিঙ্ক  নাজমুল কবির শনিবার, 21 নভেম্বর 2020 15:38 লিখেছেন নাজমুল কবির

    দাদা ভাই ফুল দিয়ে শুভেচ্ছা জানাই।
    শরীর মন ভালো নেই। সকলের কাছে দোয়া চাই।

  • মন্তব্যের লিঙ্ক ইদি আমিন শুক্রবার, 20 নভেম্বর 2020 23:03 লিখেছেন ইদি আমিন

    অনন্য,,, অপূর্ব স্নিগ্ধতা কবি দাদুভাই,,,, অসম্ভব সুন্দর রচিলেন কবিতা খানি,,,, শুভেচ্ছা জানবেন কবি

  • মন্তব্যের লিঙ্ক ইদি আমিন শুক্রবার, 20 নভেম্বর 2020 23:03 লিখেছেন ইদি আমিন

    অনন্য,,, অপূর্ব স্নিগ্ধতা কবি দাদুভাই,,,, অসম্ভব সুন্দর রচিলেন কবিতা খানি,,,, শুভেচ্ছা জানবেন কবি

  • মন্তব্যের লিঙ্ক ইদি আমিন শুক্রবার, 20 নভেম্বর 2020 23:03 লিখেছেন ইদি আমিন

    অনন্য,,, অপূর্ব স্নিগ্ধতা কবি দাদুভাই,,,, অসম্ভব সুন্দর রচিলেন কবিতা খানি,,,, শুভেচ্ছা জানবেন কবি

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.