এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 20 নভেম্বর 2020 22:56

লাল-সবুজের স্বপ্ন নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                লাল-সবুজের স্বপ্ন 

অন্ধকারের যুগে ফিরেছে গুটি কয়েক আকাঙ্খা, 
লক্ষ-কোটি স্বপ্ন, কোটি ইচ্ছার কবর দিয়েছে
        আঁধার জয়ী বঙ্কা। 

রোজ প্রজাপতি হারিয়ে যায়
নেই তো তার খোঁজ, 
অযুত কাঁদেন নিযুত কাঁদেন 
কাঁদেন কেউ রোজ। 

তাজা রক্তে রাঙায় মাটি 
অন্য বাড়ির খুশি, 
সবুজ শ্যামলে ভর করেছ 
রক্ত খেকো রাক্ষুসী।

ঘাস ধর্ষণ বিবেক ধর্ষণ, ধর্ষীত হয় ফুল! 
লাল-সবুজের জমিনে ধর্ষক গেঁড়েছে 
        শিকড় মূল। 

হায়রে__ আচার নাই বিচার নাই 
চলছে যাত্রা পালা সানাই, 
চরম অসুস্থ হিংসার দাবানলে
মঞ্চে নাচছে বিবি গুনাই। 

রক্তে কেনা গণতন্ত্র 
রক্তে কেনা স্বাধীনতা! 
ধর্ষীত হয় প্রতি দিন 
ধর্ষীত হচ্ছে মানবতা। 

৭১ রে নয় মাস মুক্তিযুদ্ধে পাওয়া যে স্বাধীনতা,
কারও দয়ার দান নয়, বিকিয়ে দেবার জন্য নয় 
        লাল-সবুজের গণতন্ত্র কিংবা মানবতা। 

আঁতুড়ঘর থেকে ফিরেছে মায়ের গর্ভে 
অত্যাচার সহিংস নির্যাতনের স্বীকার গর্ভবতি, 
সাতসমুদ্র অন্ধকার আর অনিশ্চয়তায় 
ঢেকে দিয়েছে জামাইবাবু; সেই কী পতি! 

একদিন যার ঘর
তারেই রবে,
মৃত্যুর নিশ্চয়তা 
স্বভাবিক হবে। 

আঁধার কাটিয়া ফিরে আসবে স্বপ্ন ইচ্ছা প্রাণে,
হেসে উঠবে একদিন লাল-সবুজের গণতন্ত্র কিংবা 
        বাংলাদেশ শব্দের সকল মানে। 
___________________________________
২০/১১/২০২০
টেকনাফ, কক্সবাজার।            
            
1992 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ রবিবার, 06 ডিসেম্বর 2020 14:35
শেয়ার করুন
ইদি আমিন

ইদি আমিন সদালাপী মিষ্টি ভাষী ও উদার মনের অধিকারী। তিনি শিশুকাল থেকে লেখালেখির সখ ছিলাে এবং তখন থেকেই লেখা চালিয়ে যান । তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামে পহেলা জুলাই ১৯৭৬ সনে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম খলিলুর রহমান, মাতার নাম মেহেরুন নেছা। তিনি ২০০০ইং সালে মাসুমা আকতারের সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলার নশরৎপুর গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এ একজন উন্নয়ন কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দুই সন্তানের জনক। বড় মেয়ের বয়স ১৭ বৎসর, নাম ইসরাত আমিন ঈশিতা এবং ছেলের বয়স ৬ বৎসর, নাম মাহির লাবিব আমিন মাজ্জিন। স্ত্রী মাসুমা আমিন ফিরােজা তিনি একজন উন্নয়ন কর্মী ও গৃহিণী। তাঁর লেখা বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

ইদি আমিন এর সর্বশেষ লেখা

16 মন্তব্য