এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 21 নভেম্বর 2020 13:19

মাকে খু্ঁজি নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                মাকে খুঁজি

চোখে আমার আঁচড় কাটে
      একটি হিজল বন,
দইনাচুনি খেলা করে
      সেথায় সারাক্ষণ।

হোগলা পাতার ঘরের বেড়া
      তালপাতাতে ছাওয়া,
সেই ঘরে ঠিক দোলন দোলে
      ঝিরিঝিরি হাওয়া। 

জলটলমল একটি নদী
      কুলকুলকুল ছোটে,
দুই পাশে তার শাপলা শালুক
      নিত্যনতুন ফোটে।

শাল পিয়ালের সবুজ ছায়ে
      ঘুঘু পাখি ডাকে,
এমন গাঁয়ের আবছায়াতে
      খুঁজি আমার মাকে।
_________________            
            
594 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 23 নভেম্বর 2020 22:00
শেয়ার করুন
মোঃ আবু সাইদ সরকার

জন্ম ১৯৬৯ সালে ১৩ই সেপ্টেম্বর। বাড়ী বগুড়া জেলার শেরপুর থানার বিশালপুর ইউনিয়নের বিরাকইর গ্রামে। পিতাঃ মৃত আব্দুস সোবাহান। মাতাঃ মৃত সুখীতন বিবি। ১৯৯২ সালে করটিয়া সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অনার্স সহ অর্থনীতিতে এম.এস.এস ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে শিক্ষকতা পেশায় এসে সি.ইন.এড ও এম.এড ডিগ্রি লাভ করেন। বর্তমান একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি ছাত্র জীবন থেকেই ছড়া ও কবিতা লিখে সুনাম অর্জন করেন। ইতোপূর্বে তার বহু লেখা বিভিন্ন ম্যাগাজিন ও পত্রিকায় প্রকাশিত হয়েছে।তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ"ঈল্লীয়িনে কিছুক্ষণ"।

মোঃ আবু সাইদ সরকার এর সর্বশেষ লেখা