এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 12 মার্চ 2015 01:42

আমার খোকন

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                আমার ছেলে খোকন,  
সারা রাত ঘুমায়নি যুদ্ধে যাবে বলে।
ওকে নিয়ে কি যে করি,
মানে না তো আমার মন।

বারে বারে এসে বলে,
মাগো মা রাত পোহাবে কখন?
আমি তো যুদ্ধে যাবো রাত পোহাবে যখন।

শরীরে আমার বইছে মা এই বাংলার রক্ত  
যদি যায় প্রাণ দিয়ে দেবো,
তবুও হবে আমার এই দেশ স্বাধীন,  
তোমাদের থাকতে হবে না বেঁচে
এই দেশে হয়ে পরাধীন।

যখনি এলো ভোরের আলো
আমাকে না বলে আমার খোকন চলে গেলো,  
বাঁধা দিবো বলে।  
সেই যে গেলো খোকন আর এলোনা
যায়নি আজো বলে।

ওরই তোলা পটো খানি আমি রেখেছি যতন করে,
আমার খোকন গেলো ভোরে
আসবে আবার ভোরে,
তায়তো আমি ঘুমাইনি আজো
খোকন না পেয়ে যাবে বলে চলে।
779 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বৃহষ্পতিবার, 12 মার্চ 2015 02:32
শেয়ার করুন
মোঃ খোরশেদ আলম

ভোলা জেলার লালমোহন থানার পৌরঃ ২নং ওয়ার্ড সওদাগর চৌমনি ০২-১০-১৯৯১ইং জন্ম । লালমোহন  মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক , লালমোহন সরঃ শাহবাজপুর কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে সিটি ইউনিভার্সিটি  বাংলাদেশ থেকে ইংলিশে শেষ করার অপেক্ষায় আছি । ছোট বেলা থেকে আমার কবিতার প্রতি কেমন যেন উদাসীনতা , কবিতা আমার কাছে ভাললাগে । তায় খুঁজে যাই নতুন কিছু

মোঃ খোরশেদ আলম এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

2 মন্তব্য