এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 12 মার্চ 2015 08:57

এক চিলতে আগুন দিতে পারো নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                এক চিলতে আগুন দিতে পারো?
চারিদিকে এত যে আগুন আর আগুন, আগুনে পুড়ছে ঘর
ফসলের গোলা, পুড়ছে ট্রেন-বাস, রাজ-পথ, অফিস-দোকান,
বাইং হাউস আর কারখানার সাজানো সকল নথি-খাতা;
পাঠাগারে থরে থরে পুড়ছে প্রাচীন গৌরবের
সুনিপুন আলমিরা, চেয়ার-টেবিল; পুড়ছে বাসর-শয্যা,
ছড়ানো গোলাপ, আদরের জল-ঢেউ পুড়ে পুড়ে
বুড়িগঙ্গার সাজানো দূর্গন্ধ বুকে একাকার শান্ত ঘুমিয়ে আছে;
সীমান্ত-সীমার বাঁকে, ঝাঁকে ঝাঁকে পোড়ে মানবতা,
পোড়ে ঘর-বাড়ী-নারী; উদ্বাস্তু নিয়মে সঙ-সেজে
ওড়ে মারনাস্ত্র, পোড়ে পাঠশালা লোকালয় ঘুমন্ত সিথান;
নিথর শান্ত নদ-নদী, কারাগার, ভিন্ন কারুকাজে
বজ্র-ঝড়ে পুড়ছে আদর্শ নগর, সভ্যতা;
বিদ্রোহী আত্মার মৃত-নিঃশ্বাস পুড়ে পুড়ে একাকার।

বৈরী বাতাসে ভাসা স্বপ্নের পাখী,
হাজারো শিশুর ভেংচিকাটা চোখ-মুখ-ত্বক,
জীবন্ত-মানুষ ও মানুষের সুখের সাজানো
আশা-বিশ্বাসের পোড়া গন্ধ------
আগ্নেয়গীরির লাভা হয়ে যেন জমে আছে
মানুষের উদরে উদরে, সময় হলেই
বিধ্বংসী বোমা হয়ে গিলে খাবে চাকচিক্যময়
কাঁচে ঘেরা পোতাশ্রয়গুলো; ওদের বিষাক্ত নিঃশ্বাসে গন্ধে
নির্জীব জমাট অন্ধকারে আরতো বাঁচতে পারিনা-----
এক চিলতে আগুন দিতে পারো?
শুধু একটি প্রদীপ জ্বালাবো—
#বরিশাল, ১১০৩১৫
749 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 07 ডিসেম্বর 2020 14:05
শেয়ার করুন
কে এম আলাউদ্দীন

কে এম আলাউদ্দিন বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার অম্বিকাপুর গ্রামে পহেলা মে ১৯৫৩ ইং সনে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আব্দুল হামিদ মিয়া, মাতা মরহুমা রাবেয়া খাতুন। ৩ ভাই ও ৪ বোনের মধ্যে তিনি সকলের বড় । শৈশবকাল হইতেই তিনি লেখা প্রতি ঝোঁক ছিল। তিনি বরিশাল এপেক্স হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হতে ডি.এইস.এম.এস. ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ৫০ সহস্রতমিক পদ্ধতিতে হোমিওপ্যাথি চিকিৎসা করে আসছেন। সদা হাস্যোজ্জল ব্যক্তি তিনি। আলোর মুখোমুখি নামে তার একটি কবিতার বই ১৯৮৫ সনে প্রকাশিত হয়েছিল। বর্তমানেও তিনি নিয়মিত ভাবে লিখে চলেছেন, সাহিত্যের একজন সেবক হিসেবে এখনও তিনি সক্রিয়। তিনি বর্তমানে ৭৭৫, সদর রোড, শাকুর ম্যানসন (ক্যাপ্টেন নজিব উদ্দিন ক্লিনিক সংলগ্ন) বরিশাল শহরে বসবাস করছেন।

কে এম আলাউদ্দীন এর সর্বশেষ লেখা

5 মন্তব্য