এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 25 নভেম্বর 2020 22:42

কষ্ট নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                কষ্ট

১৪ নম্বর গোডাউন 
আজ রবিবার
একটিকেটে দুই ছবি
কাউন্টারের সামনে টিকেট কাটার প্রচন্ড ভিড়
গেটম্যান-লাইটম্যান-লাইনম্যানদের দৌড়াদৌড়ি 
এরে মধ্যে চলে গেলো কারেন্ট
প্রচন্ড রকম চিল্লা-চিল্লি 
আমার হাতে সোনালী পাতার একটা জলন্ত কাঠি
নিঃস্বাস ছাড়ার সাথে সাথে
নাক-মুখ হতে ধোয়া 
পৃথিবীর অন্ধকার করে
আকাশে মিশে যাচ্ছে ।

ভালো লাগলো না তাই চলে এলাম
ঐ কোলাহল ছেড়ে
মেঠো পথ
ধুলিময় রাস্তা
হটাৎ মৃত মানুষের পঁচা দুর্গন্ধ আমার নাকে এলো
বোমি-বোমি, মাথা ঘুরছে 
টলে পড়তেই
হোঁচট খেয়ে নিজেকে সামলে নিলাম
আমি হাটছি
এক হাতে সোনালী পাতার শেষ অংশ
আগের মতো আর হাস্নাহেনার সুবাস নেই
আছে পঁচা দূরগন্ধ, আকাশে অর্ধচন্দ্র
হটাৎ প্রচন্ড ভাবে মনে পড়লো তোমাকে
তোমার কথা
তুমি তোমার মতোই আর আমি আমার মতোই
দূরত্বের এই ব্যবধান কী কোন দিনেই শেষহবার নয়
ভালবাসায় যখন সুখ, তখন কষ্ট কেন
কষ্ট ; তাই বুঁজি ভালবাসার অপর নাম কষ্ট
তাইতো থেকে থেকে প্রচন্ড কষ্ট দেয়।
\_____\_______\_______
৩০/০৩/১৯৯৯
কালিগঞ্জ, হরিপুর, ঠাকুরগাঁও।            
            
983 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শুক্রবার, 18 ডিসেম্বর 2020 14:06
শেয়ার করুন
ইদি আমিন

ইদি আমিন সদালাপী মিষ্টি ভাষী ও উদার মনের অধিকারী। তিনি শিশুকাল থেকে লেখালেখির সখ ছিলাে এবং তখন থেকেই লেখা চালিয়ে যান । তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামে পহেলা জুলাই ১৯৭৬ সনে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম খলিলুর রহমান, মাতার নাম মেহেরুন নেছা। তিনি ২০০০ইং সালে মাসুমা আকতারের সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলার নশরৎপুর গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এ একজন উন্নয়ন কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দুই সন্তানের জনক। বড় মেয়ের বয়স ১৭ বৎসর, নাম ইসরাত আমিন ঈশিতা এবং ছেলের বয়স ৬ বৎসর, নাম মাহির লাবিব আমিন মাজ্জিন। স্ত্রী মাসুমা আমিন ফিরােজা তিনি একজন উন্নয়ন কর্মী ও গৃহিণী। তাঁর লেখা বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

ইদি আমিন এর সর্বশেষ লেখা

6 মন্তব্য