এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 30 নভেম্বর 2020 18:51

নিমন্ত্রণ

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                নিমন্ত্রণ

আমি থাকি ছনের ঘরে 
      ভেঙে গেছে দোর
পাখির ডাকে আঁখি খুলে
      দেখি নতুন ভোর।

ইট পাথরের নেইতো বাড়ি 
      আছে ছোট্ট কুটির
চাইলে কেহ আসতে পারো 
      নাস্তা দেবো রুটির।

বসতে দেবো বাঁশের মাচায় 
      কাঁঠাল গাছের তলে
পেটের ক্ষুদা মিটিয়ে দেবো 
      আম আনারস ফলে।

কাঁচা আমের বর্তা দেবো 
      হাতের তালু ভরে
মাঝ কপালের ঘামের ফোটা 
      যাবে তোমার ঝরে।

হাটতে দেবো মেঠো পথে 
      লাগবে ধুলি পায়ে
পিচ ঢালা ঐ কালো পথ 
      নেইতো আমার গায়ে।

বাঁশের বাশীর সুর শোনাবো 
      রাখাল ছেলের ঠোঁটে
বিল দেখাবো ঝিল দেখাবো 
      শাপলা যখন ফোটে।

প্রজাপতির ঢং দেখাবো 
      গোলাপ জবা ফুলে
আমার সবুজ গ্রাম দেখাবো 
      মনের দুয়ার খুলে।

গ্রামের মানুষ তাই বলে কি 
      বাসবে না কেউ ভালো
আমি মানুষ তুমি মানুষ 
      রঙটা শাদা কালো!

আমার দেওয়া নিমন্ত্রণে 
      কেউবা আসো যদি
বুকের ভেতর বয়ে যাবে 
      একটা সুখের নদী!            
            
542 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ মঙ্গলবার, 01 ডিসেম্বর 2020 17:17
শেয়ার করুন
রুবেল মাহমুদ

ছড়াকার রুবেল মাহমুদ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার পটকা গ্রামে ১১ মে ১৯৮৯ ইং সালে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই তাঁর লেখালেখিতে হাতে খড়ি। তাঁর ইতোপূর্বে প্রকাশিত বইয়ের মধ্যে “অচিন কবির কাব্য কানন”, “স্বপ্নের আকাশে বেদনার মেঘ” প্রকাশিত হয়েছে। প্রকাশের অপেক্ষায় আরও তিনটি বই।

রুবেল মাহমুদ এর সর্বশেষ লেখা

7 মন্তব্য