এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 12 মার্চ 2015 17:48

রক্তের ঝরা মার্চ

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                রক্ত ঝরছে রক্ত 
পথে ঘাটে ঝরছে শুধু রক্ত
তবুও মোরা হয়ে আছি শক্ত ,
যতই ঝরুক করি নাকো ভয়
রক্ত পরতে পরতে হয়েছে মোদের জয় । 
 
আছে কি মনে সবার ঝরেছে কত রক্ত ?
দালালের বন্দিশালায় হারিয়েছে কত মায়ের মান ,
ছিনিয়ে নিয়ে ছিল সম্মান ।
তবুও হারেনি বাংলা মা,  হারেনি মায়ের সন্তান ।
 
রক্ত ঝরতে ঝরতে হয়েছে ইতিহাস,  
রক্তের কালিতে লেখা হয়েছিল বাংলা 
পথে পথে পড়েছিল কত লাশ, 
বলো আরো কি লাগবে রক্ত?
 
রক্ত দিবো আর কত দিন, আর কত মাস
দিবো আর কত বছরের পর বছর ?
যদি চাও বলে দাও,  করোনাকো লাজ,  
এই মাস যে আমাদের রক্তে ঝরা মার্চ ।
1127 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শনিবার, 14 মার্চ 2015 10:49
শেয়ার করুন
মোঃ খোরশেদ আলম

ভোলা জেলার লালমোহন থানার পৌরঃ ২নং ওয়ার্ড সওদাগর চৌমনি ০২-১০-১৯৯১ইং জন্ম । লালমোহন  মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক , লালমোহন সরঃ শাহবাজপুর কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে সিটি ইউনিভার্সিটি  বাংলাদেশ থেকে ইংলিশে শেষ করার অপেক্ষায় আছি । ছোট বেলা থেকে আমার কবিতার প্রতি কেমন যেন উদাসীনতা , কবিতা আমার কাছে ভাললাগে । তায় খুঁজে যাই নতুন কিছু

মোঃ খোরশেদ আলম এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

3 মন্তব্য