শুক্রবার, 04 ডিসেম্বর 2020 20:40

বন্ধু স্বজন নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                বন্ধু স্বজন

ছি! বেহায়ার পদতলে বিশ্ব 
পিষ্ট মানবতা মানুষ নিঃস্ব, 
ঘূর্ণিঝড় বহে আজ চারিদিকে 
আকাশের রঙধনু হচ্ছে ফিকে।

রাষ্ট্রের কোষাগারে ঘুমায় শয়তান,
সংবিধান দেখি বিষাক্ত ময়দান।
জ্ঞানীর চোখে পরিহিত চশমা, 
দূরবীনে দেখে যাচ্ছি কারিশমা।

পটলচেরা চোখে মৈত্রীর লাগাম,
বালুর উপর ঘোড়দৌড়ে ঝরে ঘাম।
বিষাক্ত হেমলক নিত্য করি পান, 
জীবন্ত লাশ ঘর পবিত্র শ্মশান। 

নিক্তির পাল্লায় ওজন করি জীবন 
কালোছায়া আড়াল করে ষ্ঠীবন। 
তাপমাত্রা নির্ণয় হয় রিক্টার স্কেলে,
পয়মন্ত পোয়াতি কাটায় জেলে।

হবুদের বাবুদের কোন কাজ নেই,
মাসান্তে মাসোহারা এমনিতেই। 
গাধার উপর চলে গড্ডলিকা, 
হাঁদারাম বানায় নতুন তালিকা।

পুরো বিশ্ব মরীচিকায় ভাস্কর, 
চৌর্যবৃত্তি লয় মহিমায় তস্কর। 
বেমালুম আঁকি পৃথিবীর চিত্র, 
সকলেই বন্ধু স্বজন পবিত্র। 
_____________________            
            
464 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শুক্রবার, 18 ডিসেম্বর 2020 14:31
শেয়ার করুন
 নাজমুল কবির

নিভৃতচারি কবি যিনি তাঁর মসির আঁচড়ে সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র অঙ্কন করে পাঠক সমাজে বেশ সমাদৃত হয়েছেন। কবি নাজমুল কবির প্রকৃত পক্ষে পহেলা জানুয়ারী উনিশশত ষাট সালে নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়াইগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নিষ্ঠুর দারিদ্রতাকে জয় করে তিনি দেখিয়েছেন নিজের দৃঢ় আত্ম-প্রত্যয়ের দুঃসহ যন্ত্রনা। তিনি ছোট বেলা থেকেই লেখালেখি পছন্দ করতেন এবং কাপাসিয়া পাইলট হাই স্কুলে অধ্যয়নরত থাকাকালীন সময়েই লেখায় হাতে খড়ি। কাপাসিয়া পাইলট হাই স্কুল হতে এস. এস. সি. এবং কাপাসিয়া কলেজ থেকে এইচ. এস. সি. কৃতিত্বের সহিত পাশ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ঢাকায় চাকুরীরত থাকাকালীন অবস্থায় তাঁর লেখা কবিতা সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত সেনাবার্তায় প্রকাশিত হয় এবং ঐ সময়েই সেনাবাহিনীর গোয়েন্দা পরিদপ্তর ও আই.এস.পি. এর অনুমতিক্রমে বাংলাদেশ বেতার ও টিভির তালিকাভূক্ত গীতিকার হন। তাঁর লেখা গান রেডিও ও টিভিতে নব্বই এর দশকে প্রচারিত হয়েছে। তিনি একাধারে একজন সাহিত্যিক ও অপরদিকে গাজীপুর২৪ডমকম প্রত্রিকার সম্পাদক এবং দৈনিক অপরাধ তথ্য পত্রিকার গাজীপুর জেলার ব্যুরো প্রধান। নবীন কবিদের প্রতি অগাধ ভালোবাসা যার নিত্য দিনের সঙ্গী। প্রকাশিত গ্রন্থসমূহঃ (১) হৃদয়ের মাঝখানে দেয়াল (২) এক বিন্দুতে ভালোবাসা (৩) নির্ঝর ভালোবাসা (৪) কবিতার কারুকাজ (৫) প্রম আসেনি (৬) ভুতের বাসা (৭) মেঘ বালিকার স্বপ্ন (৮) হোমিও মতে চিকিৎসা, হোমিও চিকিৎসা বিষয়ক বই (৯) দ্রোহের অগ্নি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ বারের বইমেলায় যৌথ কাব্যগ্রন্থ আলোর বিকাশসহ ৬ টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ তাঁর নিজস্ব শৈলী মাধুর্যতার পরিচয় মেলে। এবার বইমেলায় প্রকাশিত হবে 'শূন্য জীবন পুণ্যে ভরো' একক কাব্যগ্রন্থ।

2 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক zSqWZAk সোমবার, 07 আগষ্ট 2023 19:51 লিখেছেন zSqWZAk

    Christine Silvain a Gastroenterology Department, Poitiers University Hospital, Poitiers, France; b Laboratory Inflammation, Tissus EpithГ©liaux Et Cytokines, EA 4331, Poitiers University, Poitiers, FranceView further author information procalis levitra

  • মন্তব্যের লিঙ্ক ইদি আমিন শনিবার, 05 ডিসেম্বর 2020 22:52 লিখেছেন ইদি আমিন

    দুর্দান্ত রচিলেন কবি,,, অসাধারণ প্রকাশ,,, চমৎকার একটা কবিতা পড়লাম দাদু

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.