সোমবার, 07 ডিসেম্বর 2020 01:34

কষ্ট রঙের জল আমি নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                কষ্ট রঙের জল আমি 

কষ্ট রঙের ছবি আমি 
কষ্টই আমার সপ, 
কষ্টে হাসি কষ্টে ভাসি
কষ্টই মুখের জপ।

বুকের ভেতর তীর বিঁধেছে
রক্ত ফোঁটা নীল,
মনটা আমার নেই যে আর
হৃদে মুহুর্মুহু কিল।

নষ্ট আমি তবুও কষ্ট নাই
বুক পুড়ে ধাইধাই,
দগ্ধ জীবন আমার সব
চাওয়ার কিছু নাই। 

কষ্ট রঙের জল আমি 
জোয়ারভাটার মতো,
কখনও শ্রাবণ ধারায় 
ফের শুকনা অবিরত। 

-------------------------------------
০৩/১২/২০২০
হ্নীলা, টেকনাফ, কক্সবাজার।            
            
667 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ রবিবার, 27 ডিসেম্বর 2020 20:05
শেয়ার করুন
ইদি আমিন

ইদি আমিন সদালাপী মিষ্টি ভাষী ও উদার মনের অধিকারী। তিনি শিশুকাল থেকে লেখালেখির সখ ছিলাে এবং তখন থেকেই লেখা চালিয়ে যান । তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামে পহেলা জুলাই ১৯৭৬ সনে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম খলিলুর রহমান, মাতার নাম মেহেরুন নেছা। তিনি ২০০০ইং সালে মাসুমা আকতারের সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলার নশরৎপুর গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এ একজন উন্নয়ন কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দুই সন্তানের জনক। বড় মেয়ের বয়স ১৭ বৎসর, নাম ইসরাত আমিন ঈশিতা এবং ছেলের বয়স ৬ বৎসর, নাম মাহির লাবিব আমিন মাজ্জিন। স্ত্রী মাসুমা আমিন ফিরােজা তিনি একজন উন্নয়ন কর্মী ও গৃহিণী। তাঁর লেখা বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

7 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.