শনিবার, 12 ডিসেম্বর 2020 18:22

প্রেম-বিলাসী নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                প্রেম-বিলাসী

তুমি তো জানো না,
তোমাকে ভালবাসি আমি;
তুমি তো মানো না,
তোমার কিঞ্চিৎমাত্র 
আলো পাওয়ার যোগ্য আমি।

পদে পদে তোমার 
অবজ্ঞা কুড়াই,
পলকে পলকে তোমার 
অলক আলোকে 
প্রাণটা জুড়াই । 

তবুও তো চুপি চুপি,
একাকি একাকি,
তোমাকে ভালবাসি; 
একান্তই ভালবাসি আমি।

একথা বলি না যে,
তুমি অন্তর্যামী.
একথা মানি না যে,
তোমার সমমান আমি;

তবুও তোমাকে ভালবাসি,
চুপি চুপি একাকী ভালবাসি;
একান্তই ভালবাসি আমি।

চাও বা না চাও,
অযোগ্য দু'হাত 
বাড়িয়েই আছি-
পথের পাশে দাঁড়িয়েই আছি
প্রেম-বিলাসী।            
            
602 বার পড়া হয়েছে
শেয়ার করুন
প্রকাশ চন্দ্র

প্রকাশ চন্দ্র জন্ম ১৯৬২ ইং ৪ঠা ডিসেম্বর । নিজস্ব চেম্বার "হোমিও প্রাকটিস সেণ্টার" (প্রধান চিকিৎসক) পিতা মৃত যোগেন্দ্র নাথ রায় । মাতা মৃত শৈলেশ্বরী দেবী রায় । তিন ভাই ও দুই বোনের মধ্যে সর্ব কনিষ্ঠ। ১৯৮২ সালে রংপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে ডি.এইচ.এম.এস. ডিগ্রী অর্জন করেন । এক ছেলে, প্রেমপ্রদত্ত রায় এবং এক মেয়ে প্রীতিপ্রভা রায়। স্ত্রী চামেলী রাণী রায়, কিণ্ডারগার্ডেন স্কুলের টিচার ।

1 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.