মঙ্গলবার, 15 ডিসেম্বর 2020 23:21

অভাগা জন্মভূমি

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                অভাগা জন্মভূমি 

সোনার বরণ মুখটি তোমার 
       দীঘল কালো কেশ।
আজ কেন মা তোমার এমন
       ছন্নছাড়া বেশ?

সোনার ধানে ভরে যেতো
       তোমার আঙিনা, 
কিষাণির ঐ মুখের হাসি 
       আরতো দেখি না!

তোমার কিষাণ মরছে ধুঁকে
       ঠকছে জনম দুখী,
লুটেপুটে খাচ্ছে সবই
       মধ্যস্বত্বভোগী।

ন্যায্যমূল্য পায় না তারা
       ফসল ফলায় মাঠে, 
পানির দামে বিকায় ফসল 
       মহাজনের হাটে 

রোদ বৃষ্টি মাথায় নিয়ে 
       অন্ন জোগায় পেটে,
থাকে তারা অনাহারে
       আহার নাহি জোটে। 

অন্যদিকে কোরমা-পোলও
       ফিরনি-পায়েস লুটে,
ভাবে নাতো দুখীর কথা 
       একটি দিনও মোটে।

তোমার আঁচল খামচে ধরে 
       নাইতো কারো খেয়াল, 
তোমার বক্ষ খুবলে খাচ্ছে
       চিল শকুন আর শেয়াল।

কোথায় তোমার সোনার ছেলে 
       কোথায় তোমার মান,
দূ্র্ণীতি আর চাঁদাবাজিতে
       দেশটা গোরস্থান। 

ক্যাসিনোতে টাকার খেলা 
       টাকা গুণতে যায় যে বেলা, 
রাজপ্রাসাদ আর মিনার চূড়া 
       মহানন্দে বানায় তারা।

মহা দাপট নামে-দামে
       স্বর্গ গড়ে ধরাধামে।
তোমার মুখে কালি মেখে 
       বেড়ায় তারা মহাসুখে। 

তোমার পায়ে কুড়াল মেরে
       বেগম পাড়ায় বাস,
টাকার পাহাড় গড়েও তাদের
       মিটে না যে আশ।

করছে টাকা পাচার তারা
       ভুঁড়ি মোটা আমলা,
চিনতে তাদের নেইকো বাকি
       সরকারি সব কামলা। 

এম পি মন্ত্রীর জামাই আদর
       সাধারণের নাই যে কদর,
মন্ত্রীর ছেলে বিদেশেতে
       মহাসুখে জীবন কাটে। 

আমার দেশের সোনার ছেলে 
       নীতিবিহীন রাজনীতিতে 
রাস্তা ঘাটে, মাথা ফাটে।

মুখোশ পরা ভদ্রলোক আজ
       গর্বে ভরা বুক,
লৌহদণ্ডে মারে তেল
ঘরে বানায় টর্চারসেল।
তারতো কোনো দোষ নাই 
সে পাক-হায়নাদের জ্ঞাতিভাই।

ক্ষমতার দাপটে 
পা পরে না মাটিতে,
ধর্ষণ আর লুটপাটে
হাত পাকায় দিনে রাতে।
বেজন্মাদের কূট কৌশলে 
দেশটা গেল রসাতলে। 

গরীবের পেটে লাথি মেরে
হাযনারা আজ হচ্ছে ধনী, 
হায়রে অভাগা জন্মভূমি! 
স্বাধীন হয়ে কী পেলে তুমি? 
সর্পমণি,চোরের খনি!

কোথায় তোমার অগ্নিমূর্তি,
কোথায় খড়গ কৃপাণ! 
জেগে ওঠো, বাজাও তোমার অগ্নিবীণা!
দিও না তোমার মান,
ভেঙে দাও  যত অনিয়ম, 
উচ্ছৃঙ্খল, অন্যায়,অকল্যাণ।            
            
474 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ মঙ্গলবার, 29 ডিসেম্বর 2020 15:46
শেয়ার করুন
রহিমা আক্তার লিলি

রহিমা আক্তার লিলি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার তাতারদী গ্রামে ১২ নভেম্বর ১৯৭৭ সনে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ তরেন। তাঁর পিতা মোঃ আব্দুর রহমান একজন অবসরপ্রাপ্ত শিক্ষক মাতা মোছাঃ আম্বিয়া রহমান। তিনি তিন ভাই ও চার বোনের মধ্যে সকলের বড়। তাঁর স্বামী মোঃ মিজানুর রহমান তিনি পেশায় একজন তড়িৎ প্রকৌশলী। দাম্পত্য জীবনে তিনি এক মন্তানের জননী নাম মারসাদ সাফওয়ান। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি পেশায় একজন শিক্ষিকা ছিলেন তবে বর্তমানে একজন আদর্শ গৃহিণী। বই পড়ার পাশাপাশি লেখালেখির সাথে সম্পৃক্ত হন।

রহিমা আক্তার লিলি এর সর্বশেষ লেখা

2 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.