এই পৃষ্ঠা প্রিন্ট করুন
রবিবার, 20 ডিসেম্বর 2020 19:04

নিষিদ্ধ স্বপ্নের পারাবত নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                নিষিদ্ধ স্বপ্নের পারাবত 

কোন এক স্বপ্ন আমাকে হাসায়,
আবার কখনো কাঁদায়। 
চোখের কোণে ভীড় জমায়
নীলশঙ্খ স্মৃতিরা।
আমি নিজেকে হারাই অন্য রকম ভাবে।
কম্পিত কোনো বলিষ্ঠ হাত 
টেনে নিয়ে যায়---
লতা জড়ানো বাতায়ন ধারে।
তারপর! 
তারপর লতানো সিঁড়ি বেয়ে 
অনেক...নীচে,
জীবনের কোন এক মাঝ সিঁড়িতে, 
যেখানে তৃষ্ণায় দোলা খায়
পঞ্চমী চাঁদ। 
আমি নিজেকে হারাই অন্য রকম ভাবে, 
অন্য কোন খানে।
নিষিদ্ধ স্বপ্নেরা পাখা মেলে 
অমরাবতীর অন্তঃপুরে,
কোনো প্রাচীন নগরীর চিরহরিৎ অরণ্যে। 
প্রগৈতিহাসিক অন্ধকারের বুক চিরে 
ডানা ঝাপটায় নিষিদ্ধ স্বপ্নের পারাবত। 
দক্ষ বাহুর আলিঙ্গনে...
যখন তন্দ্রা নামে আঁখির কোণে, 
কোনো এক হৃদয় খুঁজে ফিরে
উষ্ণতায় অজানা কিছু। 
আমি নিঃস্ব অন্য রকম ভাবে, 
আমি হারাই অন্য কোন খানে। 
------------------------------            
            
391 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ মঙ্গলবার, 29 ডিসেম্বর 2020 16:01
শেয়ার করুন
রহিমা আক্তার লিলি

রহিমা আক্তার লিলি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার তাতারদী গ্রামে ১২ নভেম্বর ১৯৭৭ সনে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ তরেন। তাঁর পিতা মোঃ আব্দুর রহমান একজন অবসরপ্রাপ্ত শিক্ষক মাতা মোছাঃ আম্বিয়া রহমান। তিনি তিন ভাই ও চার বোনের মধ্যে সকলের বড়। তাঁর স্বামী মোঃ মিজানুর রহমান তিনি পেশায় একজন তড়িৎ প্রকৌশলী। দাম্পত্য জীবনে তিনি এক মন্তানের জননী নাম মারসাদ সাফওয়ান। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি পেশায় একজন শিক্ষিকা ছিলেন তবে বর্তমানে একজন আদর্শ গৃহিণী। বই পড়ার পাশাপাশি লেখালেখির সাথে সম্পৃক্ত হন।

রহিমা আক্তার লিলি এর সর্বশেষ লেখা

1 মন্তব্য