এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 21 ডিসেম্বর 2020 02:40

বিশ্বাসগুলো ঠুনকো নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                বিশ্বাসগুলো ঠুনকো

বিশ্বাসগুলো কেবলি ঠুনকো, কাঁচের মতো 
নিমিষেই ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, 
হাজার বছরের তিলে তিলে সঞ্চিত সম্পর্কে 
নিমিষেই চৈত্রের শিমুল তুলো উড়ে যায়।

সেকেন্ডে হয়ে যায় সব শেষ
হায় বিশ্বাসের গতিবেগ, 
সম্পর্ক আর বন্ধন সবি ঠুনকো 
মোহ কিংবা আবেগ। 

রাণী স্নেহময়ি বেশ্যা একাকার নারীর মাঝে 
পুরুষের কি সাধ্যি তারে খুঁজে, 
কোটি বছরের নিয়মে চলে আসছে সংসার 
ভালোবাসা অভিনয়ে মুখ বুজে। 

বিশ্বাসগুলো কেবলি ঠুনকো
ঘর বাঁধবে কচু পাতার জলে,
সম্পর্কগুলো অবিশ্বাস্য ভুল
প্রেম মোহ মিছে মায়ার ছলে।

বালু চরে গড়েছি ভালোবাসার স্বর্গ
জৈবিক নেশার মোহ বয়ে,
নিদারুণ মিথ্যে প্রণয়ে হাওয়ায় ভেসে 
সঞ্চিত মহাকাল শেষ ক্ষয়ে। 

///\\\____///\\\_____///\\\
২৫/১১/২০১৯
পূর্ব পাড়া, গাইবান্ধা।            
            
799 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ মঙ্গলবার, 29 ডিসেম্বর 2020 16:02
শেয়ার করুন
ইদি আমিন

ইদি আমিন সদালাপী মিষ্টি ভাষী ও উদার মনের অধিকারী। তিনি শিশুকাল থেকে লেখালেখির সখ ছিলাে এবং তখন থেকেই লেখা চালিয়ে যান । তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামে পহেলা জুলাই ১৯৭৬ সনে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম খলিলুর রহমান, মাতার নাম মেহেরুন নেছা। তিনি ২০০০ইং সালে মাসুমা আকতারের সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলার নশরৎপুর গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এ একজন উন্নয়ন কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দুই সন্তানের জনক। বড় মেয়ের বয়স ১৭ বৎসর, নাম ইসরাত আমিন ঈশিতা এবং ছেলের বয়স ৬ বৎসর, নাম মাহির লাবিব আমিন মাজ্জিন। স্ত্রী মাসুমা আমিন ফিরােজা তিনি একজন উন্নয়ন কর্মী ও গৃহিণী। তাঁর লেখা বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

ইদি আমিন এর সর্বশেষ লেখা

5 মন্তব্য