এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 23 ডিসেম্বর 2020 19:14

আমার ইচ্ছে

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                আমার ইচ্ছে 

পাখি কোথায় পেলো ডানা 
       জানতে ইচ্ছে করে,
কী করে যে উড়ে বেড়ায়
       অধিক সময় ধরে। 

মনের পাখায় ডানা মেলে 
       আমার ওতো ইচ্ছে হয়,
আকাশ পথে ঘুরে বেড়ায়
       দূর দিগন্তে নীল নীলিমায়।

ভোরের আলো ফোটার সাথে
       শিউলি হয়ে ঝরব ধরায়,
কাশের বনের কাশ হয়ে 
       দুলবো আমি মিষ্টি হাওয়ায়। 

চোখ জুড়ানো সবুজ মাঠে
       করবো শুধুই খেলা,
আসবে ফিরে বন্ধু'রা সব
       বসবে প্রাণের মেলা।

ইচ্ছে গুলো বড্ড দামী
       যায় না তাদের কেনা,
সবার মাঝে বিলিয়ে দিয়েই
       ইচ্ছে'কে যায় না চেনা।
---------------------------            
            
472 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ মঙ্গলবার, 29 ডিসেম্বর 2020 16:06
শেয়ার করুন
ফিরোজ মাহমুদ রনি

ফিরোজ মাহমুদ রনি তিনি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের স্থলবাড়ী গ্রামে এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে ১৩ মার্চ ১৯৯৭ সালে জন্মগ্রহণ করেন। পিতা মোঃ রঞ্জু শেখ, মাতা লিপি খাতুন। তেনারা দুই ভাই এক বোন তিনি পিতা-মাতার জ্যোষ্ঠ সন্তান। লেখাপড়ার গণ্ডি পেরুতে পারেননি। বাবা মায়ের খুব আদরের সন্তান যদিও ততটা আদরের পাত্র নন তবুও বলতে হয়। গান শুনতে ভালোবাসেন, কখনও কখনও বেসুর গলায় গান গেয়ে থাকেন। প্রতিনিয়ত ডায়েরি লিখার অভ্যাস আছে তবে কবিতার ছন্দে। হাঁটতে বেশি পছন্দ করেন হ্যাঁ একা একা আরো বেশি পছন্দ করেন। তিনি মিশুক প্রকৃতির মানুষ। সব রকমের মানুষের সাথে মিশতে সাচ্ছন্দ্য বোধ করেন। সর্বোপরি তিনি তাঁর নিজস্ব স্বকীয়তায় বিদ্যমান।

ফিরোজ মাহমুদ রনি এর সর্বশেষ লেখা

1 মন্তব্য