এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 31 ডিসেম্বর 2020 20:03

শীতের কাব্য নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                .
শীতের কাব্য 

শীতের বুড়ি নামলো গাঁয়ে
     চাদর মুড়ি দিয়ে, 
সর্ষে ফুলের গায়ে হলুদ 
   কালকে যে তার বিয়ে। 

মৌমাছিরা গুনগুনিয়ে 
      বলে গেল কি যে!
মটর ডগা হেসে মরে
     শিশির জলে ভিজে।

হলুদ ফুলের বুকের ভেতর 
     জমে উঠে মধু,
শীতের হাওয়া কাঁপন ধরায়
লাজে রাঙা বধূ।

চন্দ্রপুলি পাটিসাপটা 
     নলেন গুড়ের পায়েস, 
খেজুর রসের চিতই পিঠা
     মিটলো মনের আয়েস।

পিঠা পুলির গন্ধে আজি
     মাতাল গাঁয়ের বাতাস,
পথ ভুলে যায় শীতল হাওয়া 
     মুচকি হাসে আকাশ। 

হিম কুয়াশার চাদর মোড়া 
     গাঁয়ের পথে ঘাটে,
শীতের ফসল উঠলো ভরে
     কৃষক ফলায় মাঠে। 

ঘাসের বুকে শিশির কণা 
     ঝলমলিয়ে হাসে,
নাড়া পুড়ায় ছেলে বুড়ো 
     শীতের প্রকোপ নাশে।

শীতের মজা আমরা লুটি
     সারা জীবন ভরে,
পথের পাশে কাঁদছে শিশু 
     ছেড়া কাপড় পরে।

রাস্তা ঘাটে ঘুমায় মানুষ 
     চটের কাঁথা গায়ে,
শীতে কাঁপে ঠকঠকিয়ে
     মশার কামড় খেয়ে।

পিঠাপুলি দূরের কথা 
     আহার নাহি জোটে,
কেউ ভাবি না তাদের কথা
     একটি দিনও মোটে।

একটু যদি দয়া করে
     হাতটি সবাই বাড়াই,
কাঁদবে না আর পথ শিশু 
     থাকবে সুখে সবাই।

.................................................................…........            
            
387 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 18 জানুয়ারী 2021 23:05
শেয়ার করুন
রহিমা আক্তার লিলি

রহিমা আক্তার লিলি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার তাতারদী গ্রামে ১২ নভেম্বর ১৯৭৭ সনে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ তরেন। তাঁর পিতা মোঃ আব্দুর রহমান একজন অবসরপ্রাপ্ত শিক্ষক মাতা মোছাঃ আম্বিয়া রহমান। তিনি তিন ভাই ও চার বোনের মধ্যে সকলের বড়। তাঁর স্বামী মোঃ মিজানুর রহমান তিনি পেশায় একজন তড়িৎ প্রকৌশলী। দাম্পত্য জীবনে তিনি এক মন্তানের জননী নাম মারসাদ সাফওয়ান। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি পেশায় একজন শিক্ষিকা ছিলেন তবে বর্তমানে একজন আদর্শ গৃহিণী। বই পড়ার পাশাপাশি লেখালেখির সাথে সম্পৃক্ত হন।

রহিমা আক্তার লিলি এর সর্বশেষ লেখা

3 মন্তব্য