সোমবার, 04 জানুয়ারী 2021 16:34

মানব ধর্ম নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                মানব ধর্ম 

মানুষ নামে মানুষ আছে 
কেউ বা দূরে কেউ বা কাছে 
এই অবনির পরে, 
সবাই তারা জাতে মানব
লোভের তরে কেউ বা দানব
অন্যের ক্ষতি করে। 

ধর্ম টাকে পুঁজি করে 
অধার্মিক'রা মুখোশ পরে
সমাজ করে নষ্ট,
সত্যি কারের ধার্মিক জনে
নীরব হয়ে হাসে মনে
পায় যে তারা কষ্ট। 

হিংসা নিন্দা ত্যাগ করে 
সুন্নাহ মতে জীবন গড়ে 
কথায় কাজে নম্র,
উৎসাহ্ দিবো ভালো কাজে
বাঁধা দিবো কর্ম বাজে
বুজে শুনে ভদ্র। 

ভালো মনের মানুষ হবে
সবার মনে জায়গা রবে
সন্মান করবে তারা,
সবার কল্যাণ আনবে বয়ে
প্রশংসিত মানুষ হয়ে 
পড়বে গাঁয়ে সাড়া। 

সৎ ভাবে লও কর্ম করি
আনন্দে এই জীবন গড়ি 
হালাল পথে অর্জন,
ঐক্যবদ্ধ হয়ে চলি
ভালো ভাষায় কথা বলি
কুপথ করি বর্জন। 

ভালো মানুষ হলে তুমি 
ধন্য হবে জগৎ ভূমি
করলে সঠিক কর্ম,
দূর হবে গো সকল বাঁধা
রবে না বিভেদ কালো সাদা
এটাই মানব ধর্ম।            
            
495 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 18 জানুয়ারী 2021 23:07
শেয়ার করুন
ফিরোজ মাহমুদ রনি

ফিরোজ মাহমুদ রনি তিনি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের স্থলবাড়ী গ্রামে এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে ১৩ মার্চ ১৯৯৭ সালে জন্মগ্রহণ করেন। পিতা মোঃ রঞ্জু শেখ, মাতা লিপি খাতুন। তেনারা দুই ভাই এক বোন তিনি পিতা-মাতার জ্যোষ্ঠ সন্তান। লেখাপড়ার গণ্ডি পেরুতে পারেননি। বাবা মায়ের খুব আদরের সন্তান যদিও ততটা আদরের পাত্র নন তবুও বলতে হয়। গান শুনতে ভালোবাসেন, কখনও কখনও বেসুর গলায় গান গেয়ে থাকেন। প্রতিনিয়ত ডায়েরি লিখার অভ্যাস আছে তবে কবিতার ছন্দে। হাঁটতে বেশি পছন্দ করেন হ্যাঁ একা একা আরো বেশি পছন্দ করেন। তিনি মিশুক প্রকৃতির মানুষ। সব রকমের মানুষের সাথে মিশতে সাচ্ছন্দ্য বোধ করেন। সর্বোপরি তিনি তাঁর নিজস্ব স্বকীয়তায় বিদ্যমান।

8 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.