এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 07 জানুয়ারী 2021 19:52

পৌষালী হিম বাতাসে নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                .পৌষালী হিম বাতাস

পৌষালী হিম বাতাসে হাড্ডি কাঁপে গো,
এমন ঠাণ্ডায় দুখী বুড়া বুড়ীর কি হইবো।

 পৌষালী হিম বাতাসে দেহ কাঁপে থরথর,
  মহুয়ার মা কাঁথা দিয়া মোরে ঢাইকা ধর।
       

      আগুন জ্বালা আঙিনায় 
      কই গেলি গো, ও সখিনা! 
       নাতি নাতনী কাছে আন
       এই ঠাণ্ডায় বুঝি বাঁচি না। 
হিম ঝরে টুপটাপ এ কোন শীতরে বাপ,
 হাত পা যে চলে না ধরাইছে অসহ্য ধাপ।
   
মহুয়ার বাপ, এমন পৌষালী হিম বাতাস,
মাঘী শীতে হয় যেন গো, বুড়ীর কবর বাস! 
দেখায় ক্ষমতা, বেলা গেলে সন্ধ্যা নামে, 
তৈয়ার থাকিস বুড়ী, মোরে নিবে জমে।
     হাড্ডি কাঁপা শীত কারবার
     কষ্টেরসীমা নেই দুখীবান্ধার,
     রাতে বহে ভেজা ঝিরঝির 
     কুয়াশা আসে কী আন্ধার ! 
ঘরের মেঝেতে আগুন জ্বলারে সখিনা,
 ছাওয়া গুলা নিয়া আগুনমুখে বসি এনা! 

 পৌষালী হিম বাতাসে চরের সবাই কাঁপে,
 বুকে ভয় এমন ঠান্ডায় হারাই যেন কাকে! 
---------------------------------------------
    ০৭/০১/২০১৭
 পূর্ব পাড়া, গাইবান্ধা।            
            
637 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ রবিবার, 10 জানুয়ারী 2021 08:25
শেয়ার করুন
ইদি আমিন

ইদি আমিন সদালাপী মিষ্টি ভাষী ও উদার মনের অধিকারী। তিনি শিশুকাল থেকে লেখালেখির সখ ছিলাে এবং তখন থেকেই লেখা চালিয়ে যান । তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামে পহেলা জুলাই ১৯৭৬ সনে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম খলিলুর রহমান, মাতার নাম মেহেরুন নেছা। তিনি ২০০০ইং সালে মাসুমা আকতারের সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলার নশরৎপুর গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এ একজন উন্নয়ন কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দুই সন্তানের জনক। বড় মেয়ের বয়স ১৭ বৎসর, নাম ইসরাত আমিন ঈশিতা এবং ছেলের বয়স ৬ বৎসর, নাম মাহির লাবিব আমিন মাজ্জিন। স্ত্রী মাসুমা আমিন ফিরােজা তিনি একজন উন্নয়ন কর্মী ও গৃহিণী। তাঁর লেখা বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

ইদি আমিন এর সর্বশেষ লেখা

8 মন্তব্য