এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 14 জানুয়ারী 2021 19:23

আমি বাঙালি নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                আমি বাঙালি 

আমি বাঙালি,  
বাংলা আমার গর্ব,
আমি বাংলাকে ভালোবাসি।
আমি বাংলার কাদা-ধূলি-জল
সারাদিন মান গৌরবে অঙ্গে মাখি।
আমি সবুজ ঘাসে মোড়ানো 
বাংলার আলপথ দিয়ে হাঁটি।
আমি বাঙালি, 
বাংলা আমার গর্ব,
আমি বাংলাকে ভালোবাসি।

আমার আছে সবুজে ঘেরা মায়ের আঁচল, 
বিছানো শীতল পাটি।
আমার আছে নদী-নালা,খাল-বিল
উর্বরা পলিমাটি। 

আমার আছে ষড়ঋতু, রূপের ছড়াছড়ি, 
হাজার রঙের প্রজাপতি,হাজার রঙের ফুল 
পাখির ডাকে ঘুম ভাঙে মোর
রাত্রি যখন ভোর। 

আমার আছে আঁকা-বাঁকা মেঠোপথ,
দিগন্ত জোড়া সবুজের হাতছানি। 
আমার আছে সবুজ শ্যামল অবারিত মাঠ
সবুজের অলিগলি। 
আমি বাঙালি, 
বাংলা আমার গর্ব, 
আমি বাংলাকে ভালোবাসি, 

আমার আছে কামার, কুমার 
জেলে আর তাঁতি।
আমার আছে শীর্ণদেহী
তামাটে মুখের গালভরা হাসি 
আমি বাঙালি, 
বাংলা আমার গর্ব,
আমি বাংলাকে ভালোবাসি। 

আমার আছে সুবর্ণ ইতিহাস 
প্রাচীন বাংলার জনপদ, 
বঙ্গ,গৌড়,পুণ্ড্র, হরিকেল,বরেন্দ্র, সমতট।

আমার আছে চর্যাপদ,
শ্রীকৃষ্ণকীর্তণ,মঙ্গলকাব্য,
আর বৈষ্ণব পদাবলী। 
আমি বাঙালি, 
বাংলা আমার গর্ব,
আমি বাংলাকে ভালোবাসি। 

আমার আছে মেঘনাদ বধ,মহাশ্মশান, 
সঞ্চিতা গীতাঞ্জলি 
আমার আছে হাসান, লালন 
শুকান্ত নজরুল, রবিঠাকুর, মধুকবি,
আমার আছে আউল- বাউল 
জারি-সারি,মুর্শিদি,ভাটিয়ালি। 
কতশত কবি, কত কবিতা 
কত গান, কত হাসি!
আমি বাঙালি, 
বাংলা আমার গর্ব,
আমি বাংলাকে ভালোবাসি। 

আমার আছে মায়ের ভাষা  সুমধুর বাংলা,
বাংলায় বুনি স্বপ্ন, বাংলায় বাঁধি গান।
বাংলায় হাসি,বাংলায় কাঁদি,
বাংলাতে আমি 'মা' ডেকে ডেকে 
জোড়াই আপন প্রাণ।

আমার আছে পদ্মা-মেঘনা-যমুনা
নিরবধি বহমান। 
আমার আছে জাতির পিতা 
শেখ মুজিবর রহমান। 

আমার আছে ভাষা শহীদের অমর গাথা
একুশে ফেব্রুয়ারি, 
আমার আছে মুক্তিযুদ্ধের স্বর্ণালি ইতিহাস, 
লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা,
বড় নির্মল বড় খাঁটি। 
আমার আছে শত শহীদের রক্তে ভেজা 
পূতপবিত্র বাংলার মাটি। 
আমি বাঙালি, 
বাংলা আমার গর্ব,
আমি বাংলাকে ভালোবাসি। 

বিশ্বভুবন ঘুরে এসেছি 
পাইনিতো কোনো সুখ!
বাংলার ধূলি-কাদা-মাটি অঙ্গে মেখেছি, 
এখানে আছে শীতল ছায়া 
শান্তিতে ভরে যায় বুক।

এই মাটিতে জন্ম আমার, এই মাটিতে বাস,
এই মাটিতে হেসে খেলে আমি
নিতে চাই শেষ নিঃশ্বাস। 

এসো ভাই হাতে হাত ধরি,
যত ত্রুটি, যত গ্লানি ধুয়ে মুছে ফেলি,
সব ভেদাভেদ ভুলে গিয়ে আজ
বাংলাকে গড়ে তুলি। 
আমি বাঙালি, 
বাংলা আমার গর্ব,
আমি বাংলাকে ভালোবাসি। 

...............................................................            
            
394 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 08 ফেব্রুয়ারী 2021 15:10
শেয়ার করুন
রহিমা আক্তার লিলি

রহিমা আক্তার লিলি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার তাতারদী গ্রামে ১২ নভেম্বর ১৯৭৭ সনে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ তরেন। তাঁর পিতা মোঃ আব্দুর রহমান একজন অবসরপ্রাপ্ত শিক্ষক মাতা মোছাঃ আম্বিয়া রহমান। তিনি তিন ভাই ও চার বোনের মধ্যে সকলের বড়। তাঁর স্বামী মোঃ মিজানুর রহমান তিনি পেশায় একজন তড়িৎ প্রকৌশলী। দাম্পত্য জীবনে তিনি এক মন্তানের জননী নাম মারসাদ সাফওয়ান। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি পেশায় একজন শিক্ষিকা ছিলেন তবে বর্তমানে একজন আদর্শ গৃহিণী। বই পড়ার পাশাপাশি লেখালেখির সাথে সম্পৃক্ত হন।

রহিমা আক্তার লিলি এর সর্বশেষ লেখা

5 মন্তব্য