শুক্রবার, 15 জানুয়ারী 2021 10:42

হিম হিম

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                হিম হিম 
—ময়েজউদ্দীন ভৈরবী 

হিম হিম হিমালয় 
হিম নদী বিল খাল
হিম হিম রকমারি 
       সময়ের হালচাল। 
হিম হিম সমীরণ 
হিম হিম ধরাতল
হিম হিম তনু মন
       বেদনার আঁখি জল।
হিম হিম ভালোবাসা 
হিম মান-অভিমান 
হিম প্রেম হিম গান
       হিম দান-প্রতিদান। 
হিম হিম ভুখা জন
হিম হিম ত্রাণ-ছল
হিম হিম বিষাদিত 
       কবিতার শতদল।
হিম বন মাঠ ঘাট 
হিম মরু তরু সাজ 
হিম তুলি হিম রঙ
       শিল্পের কারুকাজ।            
            
414 বার পড়া হয়েছে
শেয়ার করুন
ময়েজ উদ্দীন ভৈরবী

ময়েজ উদ্দীন ভৈরবী মেহেরপুর জেলার সদর উপজেলার গোভীপুর গ্রামে ১৯৭৭ খ্রীস্টাব্দের ১লা জানুয়ারিতে এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আলহাজ্ব আফেল উদ্দীন মোল্লা এবং মাতা কারিমা খাতুন । ১০ ভাই-বোন'র মধ্যে তিনি সকলের ছোট। শৈশবকাল থেকে লেখালিখির হাতেখড়ি। তিনি বর্তমানে শিক্ষকতা পেশায় জড়িত। তাঁর লেখা কবিতা দেশে এবং দেশের বাইরে বিভিন্ন ম্যাগাজিন, পত্রিকায় প্রকাশিত হয়েছে। তাঁর কবিতা এনে দিয়েছে বিভিন্ন সংগঠন থেকে গুণীজন সম্মাননা। তিনি সমাজে অনেক সেবামূলক কাজ করে যাচ্ছেন।কবির চমকপ্রদ কবিতা জয় করে নিয়েছে অসংখ্য পাঠক হৃদয়।

ময়েজ উদ্দীন ভৈরবী এর সর্বশেষ লেখা

8 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.