শুক্রবার, 15 জানুয়ারী 2021 16:22

কিছুটা সময় নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                কিছুটা সময় 

ছোট  খাটো  জীবনের   কিছুটা  সময়
ভালোবেসে  পার করে  দিতে মন চায়
শত  শত   হৃদয়ের   অদেখা   পর্দায়
উঁকি দিয়ে কানে কানে  যেন বলে যায়
বিরহের  কুহুতানে  কেন  যে কাঁদায়।  

পাহাড়ের  বুক  চিরে  ঝরে  যায়  ঝর্ণা
দেখে কভু ভাবিনি তো সেও এক কান্না
ভেসে এসে  মেঘ দেয়  বৃষ্টির  দোলনা
ভালোবাসা  কেন হবে  ভানের  ছলনা। 

দেখে  যারে  মনে হয়  কাছের  মানুষ
শঠতার   বেড়াজালে  নেই  তার  হুস
ক্রূরমতি   মিথ্যাচারে   অদম্য   সাহস। 

দহলিজে  বসে  ভাবি   এহেন  পতন
মানবতা    নীতিকথা   বুঝে না  মনন।

দূর হতে  ছুটে আসা  সাগরের  ঢেউ
মনের তরঙ্গ দোলা  বুঝে নাতো কেউ। 

আকাশের বুক চিরে  মেঘ ভেসে যায়
তবুও  সদাই  তারা  মিলে  মিশে রয়
চুপিসারে  অভিসারে  দিগন্তে  হারায়।

আনমনে  দেখি বসে  প্রকৃতির  হাল
মিলেমিশে  একাকার  একি হাল চাল
যত্ন আত্তি নাহি লাগে সকাল বিকাল
যুগ  যুগ  ধরে  তারা  রয়েছে  বহাল।

ভালোভাবে চলে ফিরে শিখে নেই মোরা
প্রকৃতির  থেকে  নিবো  শিখে  চলাফেরা
ঝড় জ্বলে  ক্ষত  হয়ে  গড়ে  উঠে তারা
পাহাড়ের দানে আসে  স্ফটিক ফোয়ারা
কেন আজো বুঝি নাই আমরা বেচারা।            
            
663 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ রবিবার, 17 জানুয়ারী 2021 19:43
শেয়ার করুন
মাহমুদ রেজা

বর্তমানে সপরিবারে অভিবাসী মেরু প্রান্তের দেশ সুইডেনে। কারিগরী পেশায় চাকুরিজীবী লেজার নিয়ে। ভিটেবাড়ি বাংলাদেশের ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায়। শৈশব কৈশোর গ্রামে পার করে মাঝামাঝি যৌবনে দেশ ছেড়ে হয়েছি প্রবাসী। দেশ যেমন ভুলে থাকা যায় না ঠিক তেমনি হাজার স্মৃতি বিজড়িত শৈশব কৈশোর মনটাকে টেনে নিয়ে যায় দেশের মাটিতে। উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে কারিগরি শিক্ষার জন্য সাহিত্যের চর্চার অভ্যাস কোনদিনই ছিল না। ঘুনাক্ষরেও কখনো চেষ্টা করা হয়নি। প্রবাসের পড়াশোনা, আত্মপ্রতিষ্ঠার নিরবিচ্ছিন্ন শ্রম সাহিত্য চর্চা থেকে দূরেই রাখতে হয়েছে নিজেকে। আব্বার লেখার অভ্যাস ছিল কিছুটা কিন্তু তা মুকুলেই শেষ হয়েছিল বোধহয়। আব্বার জীবদ্দশায় সুযোগ হয়নি এ নিয়ে আলোচনার। নিজের সুপ্ত সম্ভাবনা আজ দেরিতে হলেও যা সৃষ্টি করতে পারছি, আব্বার অজানা রয়ে গেল। ছন্দের মাধুর্য্যতায় বাংলা কবিতা ঋদ্ব এবং সমৃদ্ধ, শ্রুতিমধুরতায় বিশ্বের সেরা ভাষা। ছন্দময় কবিতা আমার লেখায় প্রতিভাত হয়ে থাকে। প্রকাশিত লেখা "ছড়ার মেলা ; মন মুকুরের ভেলা । প্রকাশের পথে, হৃদয়ের নৈবেদ্য।

8 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.