এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 15 জানুয়ারী 2021 20:35

বিলাসী পদ্য নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                বিলাসী পদ্য

মোর পদ্য বিলাসী মন
তোমারে ছাড়িয়া যে দিন বাঁধিনু ঘর,
ভাঙ্গিল ঝড়ে,  যা ছিল মোর হৃদয় অঙ্গনে। 
হেরিনু শূন্য হিয়া, গিয়াছে সবই। 
অন্তরেতে নিত্য আসা যাওয়া, 
বাহিরে  বৃন্দাবন, আমি উদাসী। 
হে মোর বিলাসী পদ্য হলে পরবাসী। 

কি নিদারুণ ঝড়! তোমারে করিল পর। 
একদিন যবে তুমি ছিলে মোর আন্তরবাসী,
নিত্য ফুটিত শিউলি, করবী,
মোর বকুলতলায় সুখের চাদর 
ফুলে ফুলে উঠত ভরি। 

মোর হিজল তমালে বসন্ত বাউরীর
নিত্য কোলাহল। 
পলাশের ডালে লাগিত আগুন, 
শিমুলের বনে ঢেউ,
হাসিয়া মরিত কদম্ব, কামিনী, 
বনোঝাঁউ আর অসথ্ব সোনালোর দল। 

কি জানি কি সুখে দোলিয়া উঠিত
মনপ্রাণ মোর বিশ্বচরাচর। 
কি নিদারুণ ঝড়! 
ভাঙিয়া মোর শখের ভুবন, 
তোমারে করিল পর।            
            
431 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 08 ফেব্রুয়ারী 2021 15:11
শেয়ার করুন
রহিমা আক্তার লিলি

রহিমা আক্তার লিলি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার তাতারদী গ্রামে ১২ নভেম্বর ১৯৭৭ সনে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ তরেন। তাঁর পিতা মোঃ আব্দুর রহমান একজন অবসরপ্রাপ্ত শিক্ষক মাতা মোছাঃ আম্বিয়া রহমান। তিনি তিন ভাই ও চার বোনের মধ্যে সকলের বড়। তাঁর স্বামী মোঃ মিজানুর রহমান তিনি পেশায় একজন তড়িৎ প্রকৌশলী। দাম্পত্য জীবনে তিনি এক মন্তানের জননী নাম মারসাদ সাফওয়ান। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি পেশায় একজন শিক্ষিকা ছিলেন তবে বর্তমানে একজন আদর্শ গৃহিণী। বই পড়ার পাশাপাশি লেখালেখির সাথে সম্পৃক্ত হন।

রহিমা আক্তার লিলি এর সর্বশেষ লেখা

3 মন্তব্য