সোমবার, 09 ফেব্রুয়ারী 2015 18:30

স্বপ্নে দেখা প্রেম।

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                প্রেম আমার হল না,
হল না স্বপ্ন পূরণ.
মেঘে মেঘে শেষ হল মোর,
প্রেম জীবন।

দিন গুনে ছিলাম শুধুই,
প্রেম হয়নি মধুময়.
ক্ষণে ক্ষণে,
পড়ে মনে.
তারই মুখ।

হৃদয়ে মোর উদিত,
সেই প্রেমেরই সূর্য.
নেমেষে হল মলিন।

আশা ছিল অন্তরে মোর,
করিব দুর.
যত সব প্রেম বাঁধা।
অবশেষ গুনেনি আমায়,
শুনেছি কথা.
দিয়েছে মনে ব্যথা।
আগ্রহ দেখিনি তার,
আমায় করিতে বরণ।

মনে মোর প্রশ্ন জাগে,
বলিব কার সনে!
এই দুনিয়ায় সবই পর.
প্রেম কারণে।

ভুলে গেল,
ভুল করল.
সময়ে তাঁরাই করবে,
আমায় আপন।

যাক,
চিন্তা কি আর!!
বুঝিতে পারলাম,
তাঁরাই আসল বেঈমান।

জামশেদ(বদরী)
783 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 16 ফেব্রুয়ারী 2015 13:21
শেয়ার করুন
নুরুন্নবী জামশেদ

আমি মুসলিম।মুসলিম ঘরে আমার জন্ম। নাম:-মোহাম্মদ নুরুন্নবী বিন হাছান (জামশেদ), পিতার নাম:-মোহাম্মদ হাছান আলী, মায়ের নাম:-রাশেদা খানম। জন্ম তারিখ:-০২/০৪/১৯৯২ ইং, গ্রাম:-ছনুয়া পাড়া, ডাক+ইউনিয়ন:-বদর খালী(৪৭৪২), উপজেলা:-চকরিয়া।, জেলা:-কক্সবাজার। শিক্ষাঙ্গণ:-বদরখালী এম,এস ফাজিল (ডিগ্রী)মাদ্রাসা। মোবাইল নাম্বার:০০৯৬৮-৯৩৩২১৬১০ ২০১১ সালে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড হতে দাখিল(GPA=4.56)শেষ করি। ২০১৩ সালের শেষ দিকে আলিমের টেষ্ট পরীক্ষা শেষ করি,ফাইনাল দেওয়ার পূর্বে,.. ১৩/০১/২০১৩ ইং তারিখ আমি আমার জন্ম ভুমি প্রাণে দেশ,বাংলাদেশ থেকে প্রবাসের উদ্দেশ্যে ওমান চলে আসি।মনের যত কথা কিছু লেখি।

1 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক AGJFXXD শুক্রবার, 07 জুলাই 2023 16:41 লিখেছেন AGJFXXD

    lassitude, fatigue, muscle cramping prolonged muscle spasms and or twitching, hand tremor, dizziness, cardiac arrhythmias bradypnea to retain carbon dioxide, nausea, and numbness, viagra price comparison

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.