বৃহষ্পতিবার, 21 জানুয়ারী 2021 17:51

অন্তরঙ্গতা সন্ধান নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                অন্তরঙ্গতা সন্ধান

কত আর দুরে রাখিবে আমারে
     সহিতে পারি না আর
সারাক্ষন ভাবি চেয়ে চেয়ে থাকি 
     নিপাতন যে আমার।

তোমাকেই খুঁজি খুঁজে খুঁজে মরি 
     পাই না তো তার কুল
অসহায় শেষে ভাবি বসে বসে 
     করেছি কোথায় ভুল।

চলিবার পথে বাধা থাকে সাথে
     হইতে হবে যে পার
আপনার আজি নহে কেহ আর 
     যার যার তার তার।

নির্ধারিত কাজে মরি শত লাজে 
     ভুল হয় শত জানি
অবহেলা করি আশঙ্কায় মরি 
     শ্রেষ্ঠত্বে তোমায় মানি।

ক্ষমা করো মোরে নিঃস্ব কাঙ্গালেরে 
     ক্ষমা ভূষণ তোমার
সান্নিধ্যে তোমার রেখো মোরে প্রভু 
     আপন হও আমার।            
            
431 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ রবিবার, 24 জানুয়ারী 2021 15:00
শেয়ার করুন
মাহমুদ রেজা

বর্তমানে সপরিবারে অভিবাসী মেরু প্রান্তের দেশ সুইডেনে। কারিগরী পেশায় চাকুরিজীবী লেজার নিয়ে। ভিটেবাড়ি বাংলাদেশের ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায়। শৈশব কৈশোর গ্রামে পার করে মাঝামাঝি যৌবনে দেশ ছেড়ে হয়েছি প্রবাসী। দেশ যেমন ভুলে থাকা যায় না ঠিক তেমনি হাজার স্মৃতি বিজড়িত শৈশব কৈশোর মনটাকে টেনে নিয়ে যায় দেশের মাটিতে। উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে কারিগরি শিক্ষার জন্য সাহিত্যের চর্চার অভ্যাস কোনদিনই ছিল না। ঘুনাক্ষরেও কখনো চেষ্টা করা হয়নি। প্রবাসের পড়াশোনা, আত্মপ্রতিষ্ঠার নিরবিচ্ছিন্ন শ্রম সাহিত্য চর্চা থেকে দূরেই রাখতে হয়েছে নিজেকে। আব্বার লেখার অভ্যাস ছিল কিছুটা কিন্তু তা মুকুলেই শেষ হয়েছিল বোধহয়। আব্বার জীবদ্দশায় সুযোগ হয়নি এ নিয়ে আলোচনার। নিজের সুপ্ত সম্ভাবনা আজ দেরিতে হলেও যা সৃষ্টি করতে পারছি, আব্বার অজানা রয়ে গেল। ছন্দের মাধুর্য্যতায় বাংলা কবিতা ঋদ্ব এবং সমৃদ্ধ, শ্রুতিমধুরতায় বিশ্বের সেরা ভাষা। ছন্দময় কবিতা আমার লেখায় প্রতিভাত হয়ে থাকে। প্রকাশিত লেখা "ছড়ার মেলা ; মন মুকুরের ভেলা । প্রকাশের পথে, হৃদয়ের নৈবেদ্য।

এই বিভাগে আরো: « একাকিনী নিতল হৃদয়ে »

4 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক ইদি আমিন বুধবার, 27 জানুয়ারী 2021 01:45 লিখেছেন ইদি আমিন

    অনন্য লিখনশৈলী কবি,, চমৎকার রচিলেন

  • মন্তব্যের লিঙ্ক  নাজমুল কবির রবিবার, 24 জানুয়ারী 2021 15:01 লিখেছেন নাজমুল কবির

    চমৎকার একটি কবিতা পড়লাম। কবিতার আকৃতি ও গঠন সাজিয়ে দিলাম দাদা ভাই।
    কবিতাটি আমার কাছে বেশ ভালো লেগেছে।

  • মন্তব্যের লিঙ্ক  নাজমুল কবির রবিবার, 24 জানুয়ারী 2021 15:01 লিখেছেন নাজমুল কবির

    চমৎকার একটি কবিতা পড়লাম। কবিতার আকৃতি ও গঠন সাজিয়ে দিলাম দাদা ভাই।
    কবিতাটি আমার কাছে বেশ ভালো লেগেছে।

  • মন্তব্যের লিঙ্ক  নাজমুল কবির রবিবার, 24 জানুয়ারী 2021 15:01 লিখেছেন নাজমুল কবির

    চমৎকার একটি কবিতা পড়লাম। কবিতার আকৃতি ও গঠন সাজিয়ে দিলাম দাদা ভাই।
    কবিতাটি আমার কাছে বেশ ভালো লেগেছে।

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.