এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 23 জানুয়ারী 2021 19:58

হেমন্ত নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                দিগন্তের ঐ কিনার চুমে
আকাশ দেখ আসছে নেমে
 বইছে খুশি ভঙ্গভূমে।

আজ হেমন্তের যায় যে বেলা
আকাশটা যে উপুড় হয়ে
দেখছে কতো সুখের খেলা। 

মাঠে ঘাটে ঝরছে সুখ
নরম রোদের ছোয়ায় দুলে
নতুন ধানের সুনালি মুখ। 

ঘরে ঘরে লেগেছে ধুম
আজ নবান্নের আনন্দেতে
কিষাণ বঁধুর হরেছে ঘুম। 

নতুন ধানের গন্ধে মাতাল
হেমন্তেরই দুষ্ট বাতাস
পথ ভুলে সে হয় যে বেতাল।

ডাক দিয়ে যায় পাড়ায় পাড়ায় 
গাঁয়ের পথে সুবাস ছড়ায় 
শ্যামলা মেয়ের মন যে হারায়। 

চাঁদনী রাতে মহা সুখে
আকাশ থেকে রিনিঝিনি 
মুক্ত ঝরে ঘাসের বুকে। 

ঘাস ফুলেদের স্বপ্নে দুলায়
কিষাণ বঁধুর উদোম পায়ে
সজিবতার পরশ বুলায়।

ব্যাস্ত কিষাণ সকাল সাঁজে
পাকা ধানের সুবাস মেখে
দিন কেটে যায় মাঠের কাজে। 

দিন কেটে যায় সন্ধ্যা নামে
ধানের মাঠে কোলাহলে 
স্বপ্ন পুরে সোনার খামে।

শান্ত পাখি ফিরছে নীড়ে 
সন্ধ্যা হাওয়ায় গা ভাসিয়ে 
খুঁজছে আলয় সবুজ ভীড়ে।

সারা দিনের কাজের পরে
পথের ধূলি আঙ্গে মেখে 
ক্লান্ত কিষাণ ফিরছে ঘরে। 

রাঙা গাঁয়ের পথটি দিয়ে 
বেলা শেষে মাথায় করে
রাশি রাশি স্বপ্ন নিয়ে।            
            
464 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 08 ফেব্রুয়ারী 2021 15:36
শেয়ার করুন
রহিমা আক্তার লিলি

রহিমা আক্তার লিলি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার তাতারদী গ্রামে ১২ নভেম্বর ১৯৭৭ সনে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ তরেন। তাঁর পিতা মোঃ আব্দুর রহমান একজন অবসরপ্রাপ্ত শিক্ষক মাতা মোছাঃ আম্বিয়া রহমান। তিনি তিন ভাই ও চার বোনের মধ্যে সকলের বড়। তাঁর স্বামী মোঃ মিজানুর রহমান তিনি পেশায় একজন তড়িৎ প্রকৌশলী। দাম্পত্য জীবনে তিনি এক মন্তানের জননী নাম মারসাদ সাফওয়ান। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি পেশায় একজন শিক্ষিকা ছিলেন তবে বর্তমানে একজন আদর্শ গৃহিণী। বই পড়ার পাশাপাশি লেখালেখির সাথে সম্পৃক্ত হন।

রহিমা আক্তার লিলি এর সর্বশেষ লেখা

11 মন্তব্য