এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 25 জানুয়ারী 2021 11:15

শরৎ যে বয়ে যায় নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                শরৎ যে বয়ে যায়

কইগো সোনার মেয়ে! 
বসে আছো ঘরের কোণে?
শরৎ যে যায় বয়ে।

ঢাকের তালে, শাঁখের সুরে,
এসেছে ধরায় দুর্গতিনাশিনী,
এসেছে তোমার দুয়ারে।
দেখলে না চেয়ে? 
সময় যে বয়ে যায় কালগ্রাসে,
মা যে চলে যাবে কৈলাসে।

কত ভোর ডেকে গেল, 
শিউলিরা ঝরে গেল, 
সুবাস ছড়িয়ে অনুক্ষণ। 
কাশবনে দেখ চেয়ে 
জাগে কোন শিহরণ,
ক্ষণে ক্ষণে দোলা দেয় চঞ্চল সমীরণ। 

মেঘেদের পালকিতে
ভেসে যায় কোন দেশে, মেঘবালিকা।
আমি যে অধরা,
বলে যায় হেসে হেসে, শুধু কুহেলিকা। 

শাপলা শালুকে বিল ঝিল গেছে ভরে। 
পদ্মের হাসিতে সুখ যেন ঝরে পড়ে। 

শিশিরের রিনিঝিনি, 
কুয়াশার হাতছানি।
রাত হাসে, চাঁদ হাসে, 
জোছনায় মাখামাখি। 

এসো আজ পুকুরধারে
একটু খানি বসি।
দেখ চেয়ে জোছনায়
ধরাধাম যায় ভাসি।

চাঁদের বুকে বাঁধ ভেঙেছে, 
মেঘের লুকোচুরি।
বাঁশ বগানে জোনাকিরা
জ্বলছে মিটিমিটি  
তাই না দেখে মুখ বাঁকিয়ে 
হাসছে চাঁদের বুড়ি।

কত আর রইবে ঘুমে!
জাগো মেয়ে, 
শরৎ যে বয়ে যায়, 
শিশির ভেজা ঘাসের বুকে চুমে।
......................................            
            
355 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 08 ফেব্রুয়ারী 2021 15:48
শেয়ার করুন
রহিমা আক্তার লিলি

রহিমা আক্তার লিলি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার তাতারদী গ্রামে ১২ নভেম্বর ১৯৭৭ সনে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ তরেন। তাঁর পিতা মোঃ আব্দুর রহমান একজন অবসরপ্রাপ্ত শিক্ষক মাতা মোছাঃ আম্বিয়া রহমান। তিনি তিন ভাই ও চার বোনের মধ্যে সকলের বড়। তাঁর স্বামী মোঃ মিজানুর রহমান তিনি পেশায় একজন তড়িৎ প্রকৌশলী। দাম্পত্য জীবনে তিনি এক মন্তানের জননী নাম মারসাদ সাফওয়ান। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি পেশায় একজন শিক্ষিকা ছিলেন তবে বর্তমানে একজন আদর্শ গৃহিণী। বই পড়ার পাশাপাশি লেখালেখির সাথে সম্পৃক্ত হন।

রহিমা আক্তার লিলি এর সর্বশেষ লেখা

1 মন্তব্য